*/

কক্সবাজার টু ঢাকা বাসের সময়সূচি ও ভাড়া তালিকা ২০২৫

 

কক্সবাজার টু ঢাকা বাসের সময়সূচি সম্পর্কে জানুন। আজকের আর্টিকেলে জানতে পারবেন বাসের টিকিট মূল্য, কাউন্টার নাম্বার ও অনলাইন টিকিট বুকিং পদ্ধতি এবং এসইও নন এসি বাসের সম্পূর্ণ ভাড়ার তালিকা ও যাত্রার সময়। 
কক্সবাজার-টু-ঢাকা-বাসের-সময়সূচি


বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ রুট হলো কক্সবাজার থেকে ঢাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বা কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। এই রুটে প্রতিদিন অসংখ্য পরিবহন কম্পানি তাদের এসি ও নন এসি বাস চালু রাখে।

পেজ সূচিপত্র : কক্সবাজার টু ঢাকা বাসের সময়সূচী 

কক্সবাজার টু ঢাকা বাসের সময়সূচী

কক্সবাজার টু ঢাকা বাসের সময়সূচি। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে বিভিন্ন সময় বাস ছাড়ে। চলুন তাহলে জেনে নেই কক্সবাজার টু ঢাকা বাসের সময়সূচী সম্পর্কে -

বাসের নাম ছাড়ার সময় পৌছানোর সময়
হানিফ এন্টারপ্রাইজ সকাল ১০ঃ৩০ রাত ০৮ঃ৩০
সাউদিয়া কোচ সার্ভিস সকাল ০৯ঃ০০ রাত ০৮ঃ১০
এন আর ট্রাভেলস সকাল ১১ঃ০০ রাত ০৯ঃ১০
রবি এন্টারপ্রাইজ সকাল ১০ঃ৩০ রাত ০৯ঃ১০
সেন্ট মার্টিন ট্রাভেলস সকাল ১০ঃ০০ রাত ০৯ঃ৩০
এনা ট্রাভেলস সকাল ১০ঃ৩০ রাত ০৮ঃ৩

কক্সবাজার টু ঢাকা এসি বাসের টিকিটের মূল্য 

কক্সবাজার থেকে ঢাকা এসি বাসের ভাড়া তালিকা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। কেননা কক্সবাজার টু ঢাকা ভ্রমণের জন্য অনেক সময় লেগে থাকে, এর ফলে গরমের সময় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। এজন্য আপনারা চাইলে এসি বাসে কক্সবাজার থেকে ঢাকা প্রমাণ করতে পারেন। নিচে কক্সবাজার টু ঢাকা এসএমএসের ভাড়ার তালিকা সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো- 
বাসের নাম সর্বনিম্ন টাকা সর্বোচ্চ টাকা
গ্রীনলাইন পরিবহণ (স্লিপার) ২৫০০ টাকা ---
গ্রীনলাইন পরিবহণ ১২৫০ টাকা ২৫০০ টাকা (স্লিপার)
সোহাগ পরিবহণ ১৭০০ টাকা ---
পরিবহণ শিথিল করুন ১৮০০ টাকা ---
শ্যামলী পরিবহণ (এসপি) ২০০০ টাকা ---
শ্যামলী পরিবহণ (এনয়ার) ১০০০ টাকা ১৬০০ টাকা
দেশ ট্রাভেলস ১৮০০ টাকা ---
এনা পরিবহণ ১২০০ টাকা ১৬০০ টাকা
ঈগল পরিবহণ ১৫০০ টাকা ---
সেন্ট মার্টিন পরিবহণ ১৫০০ টাকা ---
সেন্ট মার্টিন হাইন্ডাজ ১৪০০ টাকা ১৮০০ টাকা (ব্যবসা)
হানিফ এন্টারপ্রাইজ ২০০০ টাকা ---
তুবা লাইন ২০০০ টাকা ---
স্টার লাইন ১০০০ টাকা ---
রয়েল কোচ ১৫০০ টাকা ১৭০০ টাকা
সেজুতি ট্রাভেলস ১২০০ টাকা ১৬০০ টাকা (ব্যবসা)
মিয়ামি এয়ার কন ১০৫০ টাকা ১৩৫০ টাকা
সৌদিয়া কোচ সার্ভিস ১০০০ টাকা --

কক্সবাজার টু ঢাকা বাসের ভাড়ার তালিকা

কক্সবাজার ঢাকা বাসের ভাড়ার তালিকা সম্পর্কে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন। এজন্য আজকে আমরা আপনাদেরকে জানাবো যে কোন বাসের ভাড়া কত টাকা বা সকল কিছু আজকে এই পোস্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। এজন্য এই পোস্টটি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। নিচে কক্সবাজার টু ঢাকা বাসের ভাড়া তালিকার বিস্তারিত দেওয়া হলো - 
বাসের নাম বাস ভাড়া
হানিফ এন্টারপ্রাইজ ৮০০ টাকা
সাউদিয়া কোচ সার্ভিস ৮০০ টাকা
এন আর ট্রাভেলস ৮০০ টাকা
রবি এন্টারপ্রাইজ ৮০০ টাকা
সেন্ট মার্টিন ট্রাভেলস ৮০০ টাকা
এনা ট্রাভেলস ৮০০ টাক

কক্সবাজার থেকে ঢাকা যেতে কত ঘন্টা সময় লাগে 

সাধারণভাবে কক্সবাজার থেকে ঢাকায় বাসে যাত্রা করতে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে। তবে এই সময়টা সবসময় একই রকম থাকে না। বিভিন্ন কারণে যাত্রার সময় কিছুটা বাড়তে বা কমতে পারে। নিচে সেই কারণগুলো বিস্তারিতভাবে দেওয়া হলো 

  • রাস্তার অবস্থা : যদি মহাসড়কের রাস্তা মসৃণ ও ভালো থাকে, তাহলে বাস সহজেই নির্ধারিত সময়ে পৌঁছাতে পারে। তবে সড়কের কোনো অংশে কাজ চললে বা রাস্তা খারাপ থাকলে সময় বেড়ে যায়।
  • ট্রাফিক জ্যাম : ঢাকা বা চট্টগ্রামের প্রবেশমুখে যানজট থাকলে যাত্রার সময় অনেকটা বেড়ে যেতে পারে। বিশেষ করে ঈদ, পুজো বা সরকারি ছুটির সময় এই সমস্যা বেশি হয়।
  • আবহাওয়া : বর্ষার সময় বৃষ্টি বা কুয়াশার কারণে গতি ধীর হয়ে যায়। নিরাপত্তার জন্য বাসগুলো তখন তুলনামূলক ধীরে চলে, ফলে সময় কিছুটা বেশি লাগে।
  • বাসের ধরন (AC বা Non-AC) : AC বাসগুলো সাধারণত নির্ধারিত স্টপেজ ছাড়া কম থামে, তাই তুলনামূলক দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে। অন্যদিকে Non-AC বাসগুলো মাঝপথে কয়েকটি জায়গায় যাত্রী তোলার জন্য থামে, ফলে সময় কিছুটা বাড়ে
  • যাত্রার সময় (দিন বা রাত) : রাতে রাস্তায় যানবাহন কম থাকায় সাধারণত যাত্রা সময় ১ থেকে ২ ঘণ্টা কম লাগে। যারা দ্রুত পৌঁছাতে চান, তাদের জন্য নাইট কোচ বেশ জনপ্রিয়।

পথে জনপ্রিয় বিরতি স্থান ও রেস্ট স্পট 

কক্সবাজার থেকে ঢাকাগামী দীর্ঘ বাসযাত্রায় যাত্রীরা মাঝপথে কিছু সময় বিশ্রাম নিতে বা খাবার খাওয়ার জন্য বিরতি পান। পথে এমন অনেক সুন্দর ও পরিচিত জায়গা রয়েছে, যেখানে আরাম করে একটু বিশ্রাম নেওয়া যায়, নামাজ আদায় করা যায় এবং খাবারও উপভোগ করা যায়। নিচে সেই জনপ্রিয় যাত্রাবিরতির স্থানগুলো দেওয়া হলো 

  • চট্টগ্রাম (মিরাবাজার / সিটি গেট এলাকা) : ঢাকার পথে প্রথম প্রধান বিরতি হয় সাধারণত চট্টগ্রামের মিরাবাজার বা সিটি গেট এলাকায়। এখানে অনেক রেস্টুরেন্ট ও বিরতির জায়গা আছে। যাত্রীরা এখানে হালকা নাস্তা, চা বা কফি খেতে পারেন এবং প্রয়োজনে নামাজও আদায় করতে পারেন।
  • ফেনী (ফেনী স্টার হোটেল সংলগ্ন এলাকা) : চট্টগ্রাম অতিক্রমের পর ফেনী একটি জনপ্রিয় স্টপেজ। ফেনী স্টার হোটেল এলাকায় বাসগুলো প্রায়ই ১৫–২০ মিনিটের বিরতি দেয়। এখানে পরিষ্কার-পরিচ্ছন্ন রেস্টুরেন্ট, টয়লেট ও নামাজের জায়গা রয়েছে।
  • কুমিল্লা (পলকি রেস্টুরেন্ট / আলেয়া ফিলিং পয়েন্ট) : ঢাকার কাছাকাছি আসার আগে অধিকাংশ বাস কুমিল্লা এলাকায় স্বল্প সময়ের জন্য থামে। পলকি রেস্টুরেন্ট ও আলেয়া ফিলিং পয়েন্ট এই পথে খুবই পরিচিত। এখানে যাত্রীরা খাবার খেতে পারেন, বিশ্রাম নিতে পারেন এবং ফ্রেশ হতে পারেন।

যাত্রার আগে জানা দরকার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ 

দীর্ঘ দূরত্বের ভ্রমণ সবসময়ই একটু পরিকল্পনা ও প্রস্তুতির দাবি রাখে। বিশেষ করে কক্সবাজার থেকে ঢাকায় বাসে যাত্রা করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখলে ভ্রমণ হবে আরও আরামদায়ক, নিরাপদ ও ঝামেলামুক্ত। নিচে কিছু দরকারি ভ্রমণ টিপস দেওয়া হলো 

  • আগেভাগে টিকিট বুক করুন

যাত্রার তারিখ নির্ধারণ করার সঙ্গে সঙ্গেই অনলাইনে বা কাউন্টার থেকে আগেভাগে টিকিট বুক করে ফেলুন। বিশেষ করে ছুটি, ঈদ বা পর্যটন মৌসুমে টিকিটের চাহিদা অনেক বেশি থাকে। আগে থেকে টিকিট কনফার্ম করলে শেষ মুহূর্তের ঝামেলা এড়ানো যায়।

  • নির্ধারিত সময়ের আগে কাউন্টারে পৌঁছান

ভ্রমণের দিনে বাস ছাড়ার সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে কাউন্টারে পৌঁছানো সবচেয়ে ভালো। এতে আপনি নিশ্চিন্তে আসন গ্রহণ করতে পারবেন, লাগেজ ঠিকঠাক রাখতে পারবেন এবং তাড়াহুড়ো ছাড়াই যাত্রা শুরু করতে পারবেন।

  • প্রয়োজনীয় নথি ও টিকিট সঙ্গে রাখুন

সবসময় নিজের পাসপোর্টজাতীয় পরিচয়পত্র (NID) বা ই-টিকিটের প্রিন্ট কপি সঙ্গে রাখুন। প্রয়োজনে চেকিংয়ের সময় এগুলো লাগতে পারে। ডিজিটাল টিকিট থাকলে মোবাইল ফোন চার্জ করে রাখাও জরুরি।

  • রাতে যাত্রা করলে সতর্ক থাকুন

যারা নাইট কোচে ভ্রমণ করেন, তাদের জন্য কিছু অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। মূল্যবান জিনিস নিজের কাছে রাখুন এবং যাত্রাপথে অচেনা কারও কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ করবেন না।

  • খাবার ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন

দীর্ঘ পথের যাত্রায় অনেক সময় ক্ষুধা বা ক্লান্তি অনুভূত হতে পারে। তাই নিজের জন্য হালকা খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ বা মেডিসিন সঙ্গে রাখুন। এতে যাত্রার সময় কোনো অস্বস্তি হবে না।

লেখকের শেষ মন্তব্য : কক্সবাজার টু ঢাকা বাসের সময়সূচী 

কক্সবাজার টু ঢাকা বাসের সময়সূচী এবং ভাড়া ২০২৫ সম্পর্কে আশা করি আপনারা বিস্তারিতভাবে জানতে পেরেছেন। কেননা আমরা আজকে এই পোস্টটিতে কক্সবাজার টু ঢাকা সকল বাসের সময়সূচি এবং বাসের ভাড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি কক্সবাজার থেকে ঢাকা বাজার মাধ্যমে চলাচল করতে চান। তাহলে আপনার জন্য সবথেকে ভালো বাস হচ্ছে দেশ ট্রাভেলস। 

আজকের এই পোস্টটি যদি পড়ে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার পরিচিত বন্ধুদের শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন। আর যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আজকে এ পর্যন্তই। কথা হবে অন্য একটি পোস্টে। সে পর্যন্ত সবাই ভাল থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ🥰

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নাক্ষোমা এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url