রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচি ও ভাড়ার তালিকা
রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচি ও ভাড়া তালিকা জানতে চান? এই আর্টিকেলে পাবেন
রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত সব এক্সপ্রেস, এসি ও নন এসি বাসের নাম, টিকেট মূল্য,
যাত্রার সময়, অনলাইন টিকিট বুকিং পদ্ধতি এবং মোট কত ঘন্টায় ঢাকা পৌঁছানো যায়
তার বিস্তারিত তথ্য।
আপনারা জানেন, রাজশাহী বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন ও সুন্দর একটি জেলা। এই শহর
থেকে ঢাকার পথে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। যেহেতু রাজশাহী থেকে ঢাকা
মুখে বাসের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, তাই যাত্রীদের পছন্দের তালিকায় বাসে থাকে
সবার শীর্ষে। আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিত জানব, রাজশাহী টু ঢাকা বাসের
সময়সূচী সম্পর্কে।
পেজ সূচিপত্র : রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী
- রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী
- রাজশাহী থেকে ঢাকা বাসের ভাড়া
- রাজশাহী টু ঢাকা যেসব বাস চলাচল করে
- রাজশাহী থেকে বাসে ঢাকা যেতে কত সময় লাগে
- রাজশাহী টু ঢাকা বাস অনলাইন টিকিট বুকিং
- আর্টিকেল সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর
- লেখক এর শেষ মন্তব্য : রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী
রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী
রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী ২০২৫ সম্পর্কে অনেকেই সঠিক তথ্য জানেন না। ফলে
যাত্রা লাগে অনেক বিভ্রান্ত হয়ে পড়েন। আপনি যদি জানতে চান ২০২৫ সালে কোন কোন
বাস রাজশাহী থেকে ঢাকায় নিয়মিত চলাচল করে এবং তাদের সময়সূচি ও ভাড়া কত, তাহলে
আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে তুলে
ধরেছি রাজশাহী টু ঢাকা উড়ে চলাচলকারী সকল জনপ্রিয় বাস, তাদের ছাড়ার সময় এবং
আনুমানিক ভাড়ার তালিকা।
রাজশাহী থেকে প্রতিদিন হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, দেশ ট্রাভেলস,
গ্রামীন ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, একতা পরিবহন, জাতীয় ভ্রমণ, তুহিন এলিট সহ
আরো বেশি কিছু বাস কোম্পানি ঢাকার উদ্দেশ্যে যাত্রী পরিবহন করে থাকে।
| পরিবহণ বাস | বাসের সময়সূচী |
|---|---|
| হানিফ এন্টারপ্রাইজ | সকাল ৬ঃ৩০ - দুপুর ১২ঃ০০ |
| দেশ ট্রাভেলস | সকাল ৭ঃ৩০ - দুপুর ১২ঃ৪৫ |
| গ্রামীণ ট্রাভেলস | সকাল ৮ঃ৩০ - দুপুর ১২ঃ৩০ |
| ন্যাশনাল ট্রাভেলস | সকাল ১০ঃ৪৫ - রাত ১২ঃ৩০ |
| একতা ট্রান্সপোর্ট | সকাল ৮ঃ৩০ - দুপুর ২ঃ০০ |
| জাতীয় ভ্রমণ | সকাল ১০ঃ৪৫ - দুপুর ১২ঃ৩০ |
| তুহিন এলিট | সকাল ৮ঃ৩০ - দুপুর ১২ঃ৩০ |
| শ্যামলী পরিবহণ | সকাল ৭ঃ১৫ - রাত ৯ঃ৩০ মিনিট |
এই সময়সূচী মৌসুম ভেদে কিছুটা পরিবর্তন হতে পারে। তাই যাত্রার আগে নির্দিষ্ট কোম্পানির ওয়েবসাইট বা কাউন্টার থেকে সর্বশেষ তথ্য জেনে নেওয়া উত্তম। যতগুলো আশা করি আপনাকে রাজশাহী থেকে ঢাকাগামী ভ্রমণের পরিকল্পনার সহায়তা করবে।
রাজশাহী থেকে ঢাকা বাসের ভাড়া
আপনি হয়তো জানতে চাচ্ছেন, রাজশাহী থেকে ঢাকায় বাসে যেতে কত ভাড়া লাগে এবং কোন সময়ে বাসগুলো ছাড়ে। তাই আজ আমরা আলোচনা ঢাকা বাসের ভাড়া সম্পর্কে। যাতে আপনি সহজে যাত্রার পরিকল্পনা করতে পারেন। রাজশাহী থেকে ঢাকা বাসের রুটটি দেশের অন্যতম ব্যস্ত রুট গুলোর একটি। প্রতিদিন অসংখ্যবার এই পথে চলাচল করে এবং যাত্রীদের জন্য নানা ধরনের সেবা প্রদান করে। আপনি যদি আগে থেকেই ভাড়ার তথ্য জেনে রাখেন, তাহলে ন্যায্য মূল্য টিকিট ক্রয় করা উচিত চিন্তা ভ্রমণ করতে পারবেন।
সাধারণত রাজশাহী থেকে ঢাকাগামী বাসের ভাড়া নির্ভর করে বাসের ধরন ও সেবার মানের উপর। যেমন - শোভন চেয়ার, নন এসি, এসি, স্নিগ্ধা বা ভিআইপি সার্ভিসের ভাড়ায় পার্থক্য থাকে। অনলাইন টিকিট বুক করলে কিছু সামান্য সার্ভিস চার্জে যোগ হতে পারে। যা কাউন্টারে টিকিট কেনার সময় থাকে না। চলুন আমরা তাহলে জেনে নেই বাসের ভাড়া সম্পর্কে -
| পরিবহণ বাস | নন এসি বাস ভাড়া | এসি বাস ভাড়া |
|---|---|---|
| হানিফ এন্টারপ্রাইজ | ৪৮০ টাকা | ১০০০ টাকা |
| দেশ ট্রাভেলস | ৪৮০ টাকা | ১০০০ টাকা |
| গ্রামীণ ট্রাভেলস | ৪৮০ টাকা | ১০০০ টাকা |
| ন্যাশনাল ট্রাভেলস | ৪৮০ টাকা | ১০০০ টাকা |
| একতা ট্রান্সপোর্ট | ৪৮০ টাকা | ১০০০ টাকা |
| জাতীয় ভ্রমণ | ৪৮০ টাকা | ১০০০ টাকা |
| তুহিন এলিট | ৪৮০ টাকা | ১০০০ টাকা |
| শ্যামলী পরিবহণ | ৪৮০ টাকা | ১০০০ টাক |
রাজশাহী টু ঢাকা যেসব বাস চলাচল করে
অনেকেই জানেন না, রাজশাহী থেকে ঢাকাগামী কোন কোন বাস প্রতিদিন নিয়মিতভাবে চলাচল
করে। ফলে অনেকের ভ্রমণের আগে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সঠিক তথ্য পান না।
আপনি যদি রাজশাহী থেকে ঢাকায় যেতে চান, তাহলে আগে জানা প্রয়োজন এই রুটে কোন কোন
নির্ভরযোগ্য বাস কোম্পানির সার্ভিস রয়েছে। রাজশাহী টু ঢাকা রুটে প্রতিদিন বেশ
কয়েকটি জনপ্রিয় পরিবহন সংস্থা আরামদায়ক সার্ভিস দিয়ে যাত্রীদের সেবা দিয়ে
আসছে। নিচে নিয়মিত চলাচলকারী কিছু পরশু পরিচিত বাসের নাম দেওয়া হলো -
- হানিফ এন্টারপ্রাইজ
- শ্যামলী পরিবহন
- দেশ ট্রাভেলস
- ন্যাশনাল ট্রাভেলস
- একতা ট্রান্সপোর্ট
- জাতীয় ভ্রমণ
- তুহিন এলিট
- গ্রামীন ট্রাভেলস
এই বাসগুলো রাজশাহী থেকে ঢাকায় প্রতিদিন নিয়মিতভাবে যাত্রী পরিবহন করে থাকে।
আপনি চাইলে নিজের পছন্দ অনুযায়ী যে কোন কোম্পানির বাঁশ বেছে নিয়ে আরামদায়ক ও
নিরাপদ ভ্রমণ উপভোগ করতে পারেন।
রাজশাহী থেকে বাসে ঢাকা যেতে কত সময় লাগে
আমাদের অনেকেরাই জানতে ইচ্ছা হয়, রাজশাহী থেকে ঢাকাই বাসে যেতে কত সময় লাগে।
আসলে রাজশাহী থেকে ঢাকার দূরত্ব প্রায় ২৪৫ কিলোমিটার, এবং এই পথ অতিক্রম করতে
সাধারণত ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে। তবে মাঝে মাঝে যানজট, আবহাওয়া বা বিশেষ
উপলক্ষ যেমন ঈদ বা ছুটির সময় এই সময় কিছুটা বেড়ে যায়। তখন যাত্রার সময় ১০
থেকে ১২ ঘন্টা পর্যন্ত হতে পারে।
আরো পড়ুন ঃ রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী
সাধারণ অবস্থায় আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছাতে পারবেন। আশা করি
এখন আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন রাজশাহী থেকে ঢাকায় যেতে কত সময় লাগে এবং
যাত্রাপথে কি বিষয়গুলো সবাইকে প্রভাবিত করে।
রাজশাহী টু ঢাকা বাস অনলাইন টিকিট বুকিং
রাজশাহী টু ঢাকা বাস অনলাইন টিকিট বুকিং করতে পারবেন। এখন বর্তমানে আপনি চাইলে
ঘরে বসে অনলাইনে আপনি shohoz.com এই ওয়েবসাইট থেকে রাজশাহী টু ঢাকা বাসের টিকিট
বুকিং করতে পারবেন। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে আপনার যাত্রার তারিখ, গন্তব্য এবং
পছন্দের বাস কোম্পানি নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করলে টিকিট নিশ্চিত হয়ে
যাবে।
প্রতিদিন অনেক কোম্পানি গাড়ি চলাচল করে। আপনি সরাসরি সেই কোম্পানির ওয়েবসাইট
থেকেও রাজশাহী ঢাকা অনলাইনে বাসের টিকিট বুকিং করতে পারবেন। অর্থাৎ, এখন রাজশাহী
থেকে ঢাকা যাওয়ার টিকিট সংগ্রহ করা আর সময় সাপেক্ষ নয়। ঘরে বসে ওর মোবাইল বা
কম্পিউটার ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে আপনি আপনার কাঙ্ক্ষিত টিকিট বুক করে
নিতে পারেন। অনলাইন বুকিং এর সুবিধা শুধু সময় বাচায় না বরং ভ্রমণকে পরে আরো
আরামদায়ক ও নিশ্চিন্ত।
আর্টিকেল সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর
প্রশ্ন : রাজশাহী টু ঢাকা নিয়মিত কয়টি কোম্পানি বাস চলাচল করে?
উত্তর : যাত্রীদের সুবিধা করার জন্য আটটি কোম্পানির বাস চলাচল করে নিয়মিত।
প্রশ্ন : রাজশাহী টু ঢাকা এসি বাসের ভাড়া কত?
উত্তর : রাজশাহী টু ঢাকা এসি বাসের ভাড়া হলো এক হাজার টাকা।
প্রশ্ন : রাজশাহী টু ঢাকা নন এসি বাসের ভাড়া কত?
উত্তর : রাজশাহী টু ঢাকা নন এসি বাসের ভাড়া হলো ৪৮০ টাকা।
প্রশ্ন : রাজশাহী থেকে ঢাকা যেতে কত সময় লাগে?
উত্তর : রাজশাহী থেকে ঢাকা যেতে প্রায় ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগে।
প্রশ্ন : রাজশাহী থেকে ঢাকার দূরত্ব কত?
উত্তর : রাজশাহী থেকে ঢাকার দূরত্ব প্রায় ২৪৫ কিলোমিটার।
লেখক এর শেষ মন্তব্য : রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী
প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলে আমরা রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী ও ভাড়া
সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনি যদি নিয়মিত এই রুটে যাতায়াত করেন,
তাহলে এই তথ্যগুলো নিশ্চয়ই আপনার জন্য বেশ উপকারী হবে।
সব সময় এরকম আরো নতুন ও দরকারি তথ্য পেতে আমাদের পেজটি ফলো করুন এবং পাশে থাকুন।
আমরা নিয়মিতভাবে আপনাদের জন্য নির্ভরযোগ্য ও আপডেট তথ্য তুলে ধরার চেষ্টা করি।
আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনি রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী ও ভাড়া
সম্পর্কে স্পষ্ট তথ্য পেয়েছেন।

নাক্ষোমা এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url