*/

বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায় - ব্যবহার নিয়মসহ টিপস

 

বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায় শিখুন ঘরে বসেই। ধাপে ধাপে ব্যবহারের নিয়মসহ টিপস দিয়ে ত্বক উজ্জ্বল করুন।

বেসন ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান। বেসন ত্বক ফর্সা করার পাশাপাশি ত্বকের নানারকম সমস্যা দূর করে। আজকের আর্টিকেলে আপনাদের মাঝে শেয়ার করব ফর্সা হওয়ায় বেসন ব্যবহারের কিছু টিপস।

পেজ সূচিপত্র : বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায় 

  • বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায় 
  • মুখে বেসন ব্যবহারের নিয়ম 
  • মুখে বেসন মাখলে কি হয় 
  • বেসনের চমৎকার উপকারিতা 
  • তৈলাক্ত ত্বকের জন্য বেসনের ফেসপ্যাক 
  • বেসন ও হলুদ দিয়ে ফেসপ্যাক 
  • বেসন ও কফি দিয়ে ফেসপ্যাক 
  • মুখের জন্য বেসন ও মধুর ফেসপ্যাক 
  • মুখে বেসন মাখার অপকারিতা 
  • লেখক এর শেষ মন্তব্য : বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায় 

বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায় 

বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায় অনেক রয়েছে। বেসন বলা হয় সাধারণত বুটের ডাল বা ছোলার ডালের গুড়াকে। বেসন রূপচর্চার জন্য অনেক বেশি কার্যকরী একটি উপাদান। ত্বক ফর্সা করতে সাহায্য করে বেসন। মুখে বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায়গুলো খুব সহজ। বেসন দিয়ে রূপচর্চা করতে হলে বেসনের ফেসপ্যাক মুখে সঠিকনিয়মে ব্যবহার করতে হবে। 
  • প্রথম টিপস : বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায় 
  1. এক চামচ বেসন 
  2. এক চিমটি হলুদ গুঁড়া 
  3. এক চামচ গুড়া দুধ 
  4. পরিমাণ মতো গোলাপ জল অথবা পানি 
উপরের এই উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপর সেই পেস্টটি পুরো মুখে লাগান। লাগানোর ৩০ মিনিট হয়ে গেলে মুখটি পরিষ্কার করে নিন। আপনি যদি এই পেস্টটি সপ্তাহে ২-৩ বার লাগান তাহলে আপনার ত্বকের রং দ্রুত ফর্সা হবে। 
  • দ্বিতীয় টিপস : বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায় 
  1. দুই চামচ বেসন 
  2. এক চামচ শশার রস 
  3. এক চামচ গোলাপ জল 
উপরের এই উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপর সেই পেস্টটি পুরো মুখে লাগাতে থাকুন। লাগানো হয়ে গেলে ২০ মিনিট রেখে মুখটি ভালো করে পরিষ্কার করে নিন। এইভাবে আপনি বেসনের ফেসপ্যাক নিয়মিত মুখে ব্যবহার করলে রোদে পড়া দূর হবে এবং ত্বক ফর্সা হবে। 

মুখে বেসন ব্যবহারের নিয়ম 


মুখে বেসন মাখলে কি হয় 

বেসনের চমৎকার উপকারিতা 

তৈলাক্ত ত্বকের জন্য বেসনের ফেসপ্যাক 

বেসন ও হলুদ দিয়ে ফেসপ্যাক 

বেসন ও কফি দিয়ে ফেসপ্যাক 

মুখের জন্য বেসন ও মধুর ফেসপ্যাক 

মুখে বেসন মাখার অপকারিতা 

লেখক এর শেষ মন্তব্য : বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায় 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নাক্ষোমা এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url