*/

হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার সহজ উপায় জানুন

হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার সহজ উপায় জানুন। যদি আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, তাহলে কিভাবে বুঝবেন এবং নিরাপদে পুনরুদ্ধার করবেন তার সম্পূর্ণ গাইড এখানে। এছাড়াও পাবেন ফেসবুক আইডি খোলার নতুন নিয়ম, কেন অনেকের ফেসবুক হারিয়ে যায় তার কারণ, এবং পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা। নিজের ফেসবুক একাউন্ট সুরক্ষিত রাখতে এই পোস্টটি অবশ্যই পড়ুন।
হারানো-ফেসবুক-আইডি-ফিরে-পাওয়ার-সহজ-উপায়


বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক আমাদের জীবনের অপরিহার্য একটি অংশ। বন্ধু, পরিবার, ব্যবসা—সবকিছুর সঙ্গে যোগাযোগ রাখার সহজ মাধ্যম এটি। কিন্তু কখনও কখনও নানা কারণে আমাদের প্রিয় ফেসবুক আইডি হারিয়ে যেতে পারে, আবার কেউ হ্যাকও করতে পারে। এই আর্টিকেলে আমরা বিস্তারিত জানব ফেসবুক আইডি ফিরে পাওয়ার সহজ উপায়, হ্যাক হয়েছে কিনা বুঝার পদ্ধতি, নতুন আইডি খোলার নিয়ম, এবং পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় সম্পর্কে।

পেজ সূচিপত্র : হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার সহজ উপায় 

হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার সহজ উপায় 

হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার সহজ উপায়। আমাদের যখন ইমেইল বা ফোন নম্বারের কারণে ফেসবুক একাউন্ট হারিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সামনে একটি পথ খোলা থাকে। এই অবস্থায় প্রথমে আমাদের বের করতে হবে ফেসবুক আইডির ইউজারনেম। আর ইউজারনেম বের করার জন্য দরকার হয় ফেসবুক একাউন্টের প্রোফাইল লিংক। এই প্রোফাইল লিংক বের করা যায় দুইভাবে।

  • প্রথম উপায় : যদি আপনার হারানো ফেসবুক একাউন্টে এখনও লগইন করা থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার প্রোফাইল থেকে লিংকটি পেয়ে যাবেন। ব্রাউজারে আপনার প্রোফাইল ওপেন করলে উপরে যে লিংকটি দেখা যায়, সেটিই হলো আপনার প্রোফাইল লিংক।
  • দ্বিতীয় উপায় : যদি আপনার একাউন্ট লগইন করা না থাকে, তাহলে অন্য একটি ফেসবুক আইডির মাধ্যমে আপনার হারানো একাউন্টটি সার্চ করে বের করুন। একাউন্টটি পেলে সেখানে ক্লিক করে প্রোফাইল লিংকটি কপি করে নিন

প্রোফাইল লিংকের ধরন

প্রোফাইল লিংক সাধারণত দুই প্রকারের হয়ে থাকে –

  1. একটিতে শুধুমাত্র আইডি নম্বর থাকে।
  2. অপরটিতে শুধুমাত্র ইংরেজিতে নাম লেখা থাকে।

যে কোন একটি লিংকই আপনার জন্য কাজ করবে। আপনি শুধু facebook.com এর পরের অংশটি কপি করে নিন। এটাই আপনার ইমেইল বা ফোন নম্বরের বিকল্প লগইন উপায় হিসেবে কাজ করবে।

ইউজারনেম দিয়ে লগইন করার পদ্ধতি

এখন আপনি facebook login page এ প্রবেশ করুন। সেখানে যেখানে ইমেইল আইডি বা ফোন নম্বর দিতে বলা হয়েছে, সেখানে লিংক থেকে পাওয়া ইউজারনেমটি লিখুন। এরপর আপনার পাসওয়ার্ডটি দিন এবং লগইন করার চেষ্টা করুন। যদি পাসওয়ার্ড সঠিক থাকে, তাহলে আপনি সহজেই ফেসবুক একাউন্টে প্রবেশ করতে পারবেন।

পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান এবং লগইন না হয়, তাহলে Chrome ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে প্রবেশ করুন। এরপর Forgot Password অপশন নির্বাচন করুন। যে বক্সে ইমেইল বা ফোন নম্বর দিতে হয়, সেখানে প্রোফাইল লিংক থেকে পাওয়া ইউজারনেম বা আইডি বসান। এরপর নির্দেশনা অনুসরণ করে পাসওয়ার্ড রিসেট করুন।

এই পদ্ধতিতে আপনি খুব সহজেই আপনার হারানো বা ইনভ্যালিড ফেসবুক একাউন্টটি ফিরে পেতে পারেন। কারণ হারানো ফেসবুক আইডি ফেরত পাওয়ার এই উপায়টিই সবচেয়ে কার্যকর পদ্ধতি।
এই পদ্ধতি ছাড়া অন্য কোন উপায়ে সাধারণত হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম।

ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝব 

অনেকে বুঝতে পারেন না যে তাদের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তাই প্রায়ই প্রশ্ন আসে — ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবো? আসলে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হয়েছে কিনা। নিচে বিস্তারিতভাবে জানানো হলো।

  • অন্য ডিভাইস থেকে লগইন শনাক্ত করা : আপনি যতই সতর্ক থাকুন না কেন, আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হতে পারে। তাই প্রথমে আপনাকে যাচাই করতে হবে — আপনার একাউন্ট অন্য কোন ডিভাইস থেকে ব্যবহার হচ্ছে কিনা। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন :

  1. ফেসবুক অ্যাপ বা ব্রাউজারে আপনার একাউন্টে লগইন করুন।
  2. মূল মেনুতে গিয়ে Settings & Privacy অপশনে ক্লিক করুন।
  3. এরপর Settings → Security and Login এ যান।
  4. সেখানে Where You’re Logged In নামে একটি সেকশন পাবেন।

এখানে আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক একাউন্ট কোন ডিভাইস, কোন স্থান এবং কোন ব্রাউজার থেকে লগইন করা হয়েছে। যদি এমন কোনো ডিভাইস দেখতে পান যেটি আপনি ব্যবহার করেননি — তাহলে বুঝবেন আপনার একাউন্ট হ্যাক হয়েছে বা কেউ ব্যবহার করছে।

  • অপরিচিত ডিভাইস থেকে লগ আউট করুন

Where You’re Logged In তালিকায় যেসব ডিভাইস আছে, সেখানে প্রতিটি ডিভাইসের পাশে Active Now লেখা থাকবে। যদি কোনো অচেনা ডিভাইস পান —সেই ডিভাইসের পাশে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করে Log Out করুন। অথবা নিচে থাকা Log out of all sessions বাটনে ক্লিক করে একবারে সব ডিভাইস থেকে লগআউট করতে পারেন। এভাবে আপনি আপনার একাউন্টের নিয়ন্ত্রণ ফেরত নিতে পারবেন।

  • থার্ড পার্টি টুল দিয়ে যাচাই করুন

আপনি চাইলে থার্ড পার্টি টুল ব্যবহার করেও জানতে পারেন আপনার ফেসবুক একাউন্টের তথ্য কোথাও ফাঁস হয়েছে কিনা। সবচেয়ে জনপ্রিয় একটি টুল হলো Have I Been Pwned. সেখানে গিয়ে আপনার ইমেইল বা ফোন নম্বর লিখে pwned? বাটনে ক্লিক করুন। এরপর দেখাবে আপনার তথ্য কোনো ডেটা ব্রিচে ফাঁস হয়েছে কিনা।

  • ইমেইল ও ফোন নম্বর যাচাই করুন

হ্যাকাররা অনেক সময় আপনার একাউন্ট হ্যাক করে ইমেইল ও ফোন নম্বর পরিবর্তন করে দেয়।
তাই একাউন্টে লগইন করতে পারলে, অবশ্যই Settings → Personal Information এ গিয়ে চেক করুন, আপনার ইমেইল ও ফোন নম্বর পরিবর্তন হয়েছে কিনা। যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে দ্রুত সংশোধন করুন এবং নতুন পাসওয়ার্ড সেট করুন।

  • টাইমলাইন ও মেসেজ চেক করুন

অনেক সময় হ্যাকাররা আপনার আইডি ব্যবহার করে অন্যদের মেসেজ পাঠায় বা অস্বাভাবিক পোস্ট করে। তাই নিয়মিত দেখুন —

  1. আপনার টাইমলাইনে অচেনা পোস্ট এসেছে কিনা

  2. ইনবক্স থেকে অজানা কাউকে মেসেজ গেছে কিনা

যদি এমন কিছু দেখতে পান, তাহলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং দুই ধাপ যাচাই (Two-Factor Authentication) চালু করুন।

  • বন্ধুদের মাধ্যমে যাচাই করুন : যদি হ্যাকার পাসওয়ার্ড পরিবর্তন করে দেয় এবং আপনি লগইন করতে না পারেন, তাহলে আপনার বন্ধুদের মাধ্যমে আইডি যাচাই করতে পারেন। তারা আপনার আইডি থেকে কোনো সন্দেহজনক পোস্ট বা মেসেজ যাচ্ছে কিনা তা জানাতে পারবেন।

ফেসবুক আইডি হ্যাক হওয়া আজকাল খুব সাধারণ ঘটনা। তাই নিয়মিত একাউন্টের লগইন ডিভাইস, ইমেইল ও টাইমলাইন চেক করুন। অচেনা ডিভাইস দেখলে সঙ্গে সঙ্গে লগআউট করুন এবং পাসওয়ার্ড পরিবর্তন করুন। এভাবেই আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা এবং একাউন্টকে নিরাপদ রাখতে পারবেন।

ফেসবুক আইডি খোলার নতুন নিয়ম 

ফেসবুক আজকের যুগে এমন একটি জনপ্রিয় মাধ্যম যেখানে প্রায় সবাই কোনো না কোনোভাবে যুক্ত। কেউ ব্যবহার করেন অবসর সময় কাটানোর জন্য, আবার কেউ ব্যবহার করেন আয়ের উৎস হিসেবে। বর্তমান সময়ে ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি একটি কার্যকর অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। তাই আপনি যদি মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করতে চান, তাহলে প্রথমেই একটি ফেসবুক আইডি খোলা জরুরি। ফেসবুক আইডি খোলার জন্য যা যা দরকার:

  1. একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগ

  2. মোবাইল ফোন বা কম্পিউটার

  3. ইমেইল অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর

  • ফেসবুক একাউন্ট খোলার ধাপসমূহ

  1. প্রথমেই আপনার মোবাইলের গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে Facebook অ্যাপটি ইনস্টল করুন।
  2. অ্যাপটি খুলে Create New Account অপশনে ক্লিক করুন, তারপর Next বাটনে চাপুন।
  3. এখন আপনার প্রথম নাম (First Name) এবং শেষ নাম (Last Name) লিখে দিন।
  4. এরপর জন্ম তারিখ (Date of Birth) এবং লিঙ্গ (Gender) নির্বাচন করুন।
  5. এবার আপনাকে মোবাইল নম্বর অথবা ইমেইল ঠিকানা দিতে হবে, যা পরবর্তীতে ভেরিফিকেশনের কাজে লাগবে।
  6. এরপর একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন। সহজ কোনো পাসওয়ার্ড না দিয়ে এমন কিছু ব্যবহার করুন যা শুধু আপনি অনুমান করতে পারেন।
  7. সব তথ্য পূরণ হয়ে গেলে, ফেসবুক আপনাকে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে আপনার ইমেইল বা ফোন নম্বরে।
  8. কোডটি ফেসবুকের নির্দিষ্ট ঘরে লিখে Confirm করুন।
  9. এবার আপনি চাইলে সাজেস্ট করা বন্ধুদের Friend Request পাঠাতে পারেন অথবা Skip করে পরেও যুক্ত হতে পারেন।

এভাবেই খুব সহজে আপনি একটি নতুন ফেসবুক আইডি তৈরি করতে পারবেন। এই একাউন্টের মাধ্যমে আপনি শুধু যোগাযোগই নয়, বরং অনলাইন মার্কেটিং, ভিডিও তৈরি, বা পেজ মনিটাইজেশনের মাধ্যমে আয় করতেও সক্ষম হবেন।

ফেসবুক আইডি খোলা কেন হয় 

ফেসবুক বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর একটি, যার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এই প্ল্যাটফর্মটি মূলত মানুষে মানুষে যোগাযোগের মাধ্যম হিসেবে তৈরি হলেও, এখন এটি বহুমুখী ব্যবহারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই ফেসবুক আইডি তৈরি করেন শুধুমাত্র বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য, আবার কেউ কেউ এটি ব্যবহার করেন গ্রুপ তৈরি, পেজ পরিচালনা, বা অনলাইন ব্যবসা করার জন্য। বর্তমানে ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি এখন একটি অর্থ উপার্জনের ক্ষেত্র হিসেবেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। 

অনেক কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটার, এমনকি সাধারণ ব্যবহারকারীরাও এখন ফেসবুকের মাধ্যমে ইনকাম করছেন। সবশেষে বলা যায়, ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যা আজকের যুগে মানুষের সময় কাটানো, শেখা এবং উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে। এজন্যই পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন ফেসবুকে যুক্ত হচ্ছেন এবং নিজেদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার করছেন।

ফেসবুকে আইডি হারিয়ে যাওয়ার কারন 

ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় জানার আগে জানা জরুরি—কেন আমাদের ফেসবুক আইডি হারাতে পারে। সাধারণত কিছু নির্দিষ্ট পরিস্থিতিতেই আইডি হারানোর সম্ভাবনা বেশি থাকে।

  • একই ফোন নম্বর দিয়ে একাধিক ফেসবুক আইডি খোলা : যদি একটি মোবাইল নম্বর ব্যবহার করে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে, তবে অনেক সময় ফেসবুক আইডি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

  • একই ইমেইল দিয়ে একাধিক ফেসবুক একাউন্ট খোলা : একটি ইমেইল ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি তৈরি করলে অনেক সময় অ্যাকাউন্ট হারানোর ঘটনা ঘটতে পারে। এছাড়া, যদি আপনার ফেসবুক একাউন্ট অন্য কোনো ডিভাইসে লগইন করা হয়, তাহলেও আইডি হারানোর ঝুঁকি বেড়ে যায়।

  • দীর্ঘদিন ব্যবহার না করা বা একাধিক একাউন্ট একই ডিভাইসে লগইন করা
  1. কেউ দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহার না করলে তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

  2. একই মোবাইল বা কম্পিউটারে একাধিক ফেসবুক আইডি লগইন করলে অনেক সময় আইডি হারানোর সমস্যা দেখা দিতে পারে।

এভাবে এই তিনটি সাধারণ কারণে ফেসবুক আইডি হারানো সাধারণত ঘটে। এই কারণগুলো জানা থাকলে, আপনি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে আপনার একাউন্ট সুরক্ষিত রাখতে পারেন।

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় 

অনেকেই ফেসবুক ব্যবহার করতে গিয়ে পাসওয়ার্ড ভুলে যান। এমন পরিস্থিতিতে ভয় পাওয়ার কিছু নেই — সহজ কিছু ধাপ অনুসরণ করলে পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যায়। চলুন জানি কিভাবে করবেন।ফেসবুক পাসওয়ার্ড রিকভার করার জন্য সাধারণত ব্যবহার হয় মোবাইল নম্বর বা ইমেইল (যেমন Gmail) — যেইটি দিয়ে প্রথমে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই তথ্য ব্যবহার করেই পাসওয়ার্ড রিসেট করা হবে।

  • ফেসবুক অ্যাপ/সাইটে যান : ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট ওপেন করে Login পেজে যান। সেখানে Forgotten password বা Forgot Password অপশনে ক্লিক করুন।
  • অ্যাকাউন্ট খুঁজুন : যে ফোন নম্বর বা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন তা সেই বক্সে লিখে Search করুন। যদি ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করা থাকে এবং ফোনটি না মনে পড়ে, তাহলে Search by your email address or name instead অপশন বেছে ইমেইল দিন।
  • ধভেরিফিকেশন পদ্ধতি বেছে নিন : ফেসবুক খুঁজে পেলে ভেরিফিকেশন অপশন দেখাবে — সাধারণত SMS (মোবাইল কোড) বা ইমেইল লিংক/কোড। তুমি যেভাবে কোড নিতে চাও সেই অপশন সিলেক্ট করে Continue এ ক্লিক করো।
  • কোড পেয়ে সেটি প্রবেশ করান : মোবাইলে এসএমএস অথবা ইমেইলে কোড (OTP) এলে সেটা ফেসবুকের নির্ধারিত ঘরে লিখে Continue চাপো। সঠিক কোড দিলে পরবর্তী ধাপে যাবে।
  • নতুন পাসওয়ার্ড সেট করুন : কোড যাচাই হয়ে গেলে ফেসবুক তোমাকে নতুন পাসওয়ার্ড সেট করার সুযোগ দেবে। একটি মজবুত ও মনে রাখার যোগ্য পাসওয়ার্ড দিন — অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিশিয়ে দাও। নতুন পাসওয়ার্ড বসানোর পরে Continue চাপলে তোমার অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে।

পরামর্শ ও নিরাপত্তা টিপস

  • সহজ পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকো।

  • নতুন পাসওয়ার্ড সেট করার পর Two-Factor Authentication (দুই ধাপ যাচাই) চালু করে নাও।

  • যদি কোনও সন্দেহজনক ইমেইল বা এসএমএস পেয়ে থাকো, সেটি খেয়াল করে নিতে হবে।

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবেন — উপরে ধাপে ধাপে বিশদভাবে তা জানিয়েছি। আশা করি এখন তুমি সহজেই তোমার পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবে।

লেখকের শেষ মন্তব্য : হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার সহজ উপায় 

আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে হারানো ফেসবুক আইডি ফেরত পাওয়ার উপায় এবং ফেসবুক আইডি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করতে সক্ষম হয়েছি।
এই তথ্যগুলো বিশেষভাবে উপকারী হবে তাদের জন্য যারা ফেসবুক ব্যবহার, রিকভারি এবং নিরাপত্তা সম্পর্কে আরও জানতে চাচ্ছেন।

আমাদের উদ্দেশ্য হলো, আপনাদের ফেসবুক একাউন্ট সংরক্ষণ এবং সমস্যা সমাধানের জন্য সহজ ও কার্যকর নির্দেশনা দেওয়া। এই আর্টিকেলটি পড়ে আপনি উপকার পেলে বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নাক্ষোমা এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url