রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া বিস্তারিত
রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী, ট্রেনের নাম, টিকিট মূল্য ও ভাড়ার তালিকা
২০২৫ জানুন। আর্টিকেলে পাবেন রাজশাহী থেকে ঢাকায় চলাচল করা সব ট্রেনের সময়সূচী,
অনলাইনে টিকিট কাটার নিয়ম, সপ্তাহিক ছুটি এবং সমসাময়িক প্রশ্ন-উত্তরসহ
বিস্তারিত তথ্য। যারা নিয়মিত ভ্রমণ করেন তাদের জন্য এই তথ্যগুলো খুবই উপকারী
হবে।
রাজশাহী তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা প্রতিষ্ঠান এবং সুস্বাদু আমের জন্য
সবার কাছে পরিচিত। অন্যদিকে ঢাকা হল বাংলাদেশের বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র।
এই দুটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে প্রতিদিনই মানুষ যাতায়াত চলে। আপনি যদি এই
রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে আজকের এই
আর্টিকেলটি আপনার জন্য বিশেষভাবে সহায়ক হবে।
পেজ সূচিপত্র : রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী
- রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী
- রাজশাহী টু ঢাকা যেসব ট্রেন চলাচল করে
- ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম
- রাজশাহী টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা ২০২৫
- রাজশাহী টু ঢাকার ট্রেনের সাপ্তাহিক ছুটি
- রাজশাহী টু ঢাকা ট্রেন স্টপেজ স্টেশন লিস্ট
- রাজশাহী স্টেশন পরিচিতি
- সমসাময়িক প্রশ্ন উত্তর
- লেখক এর শেষ মন্তব্য : রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী
রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী
রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচি সম্পর্কে জানতে হলে প্রথমে আপনাকে সকল ট্রেনের
সময়সূচি সম্পর্কে জানতে হবে। অনেক যাত্রী নিয়মিত ট্রেনে ভ্রমণ না করার কারণে
রাজশাহী থেকে ঢাকা গামী ট্রেনের সময়সূচী সম্পর্কে সঠিকভাবে জানেন না। আপনি যদি
রাজশাহী থেকে ঢাকায় যাত্রা করতে চান, তবে ট্রেনে ভ্রমণ একটি আরামদায়ক ও নিরাপদ
মাধ্যম হতে পারে। রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত ট্রেন যোগাযোগ সহজ এবং
সুবিধাজনক।
তাই যারা আরামদায়ক ও সময়মতো যাত্রা করতে চান, তাদের জন্য ট্রেন অন্যতম সেরা
বিকল্প। তবে ভ্রমণের আগে অবশ্যই ট্রেনের সময়সূচী, ভাড়া এবং সাপ্তাহিক ছুটির দিন
সম্পর্কে জানা প্রয়োজন। বর্তমানে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে মোট পাঁচটি
অন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করে। নিচে সেই ট্রেনগুলোর সময়সূচী, ভাড়ার তালিকা
ও ছুটির দিনের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌছানোর সময় | বন্ধের দিন |
|---|---|---|---|
| মধুমতি এক্সপ্রেস (৭৫৬) | সকাল ০৬ঃ৪০ | দুপুর ০২ঃ০০ | বৃহস্পতিবার |
| বনলতা এক্সপ্রেস ( ৭৯২) | সকাল ০৭ঃ০০ | সকাল ১১ঃ৪৫ | শুক্রবার |
| সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪) | সকাল ০৭ঃ৪০ | দুপুর ০১ঃ২০ | রবিবার |
| পদ্মা এক্সপ্রেস (৭৬০) | বিকাল ০৪ঃ০০ | রাত ০৯ঃ২৫ | মঙ্গলবার |
| ধুমকেতু এক্সপ্রেস (৭৭০) | রাত ১১ঃ২০ | সকাল ০৫ঃ০০ | বুধবার |
রাজশাহী টু ঢাকা যেসব ট্রেন চলাচল করে
রাজশাহী টু ঢাকা যেসব ট্রেন চলাচল করে তার সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আপনি যদি রাজশাহী টু ঢাকা নিয়মিত ট্রেনে চলাচল করেন তাহলে আপনাকে অবশ্যই রাজশাহী টু ঢাকা যে ট্রেনগুলো চলাচল করে তা জানতে হবে। রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন মোট পাঁচটি ট্রেন চলাচল করে। এ ট্রেনগুলোতে আপনি খুব সহজেই রাজশাহী থেকে ঢাকা যেতে পারবেন। নিজের রাজশাহী টু ঢাকা ট্রেসার ট্রেন চলাচল করে তা দেওয়া হল -
| ট্রেনের নাম | ট্রেন নম্বর |
|---|---|
| মধুমতি এক্সপ্রেস | ৭৫৬ |
| বনলতা এক্সপ্রেস | ৭৯২ |
| সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪) | ৭৫৪ |
| পদ্মা এক্সপ্রেস | ৭৬০ |
| ধুমকেতু এক্সপ্রেস | ৭৭০ |
ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম
ট্রেনের টিকিট অনলাইনে কাটার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হয়। আমাদের অনেকের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করা একটি ঝামেলার মনে হয়ে থাকে। আবার অনেক সময় অফিসেবা কোন কর্ম ব্যবস্থার কারণে টিকিট কাউন্টারে যাওয়া সম্ভব হয় না। তাই এখন সবাই অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করে থাকে। আপনি যদি ট্রেনের অনলাইন টিকিট কাটার নিয়ম জানতে চান তবে এই পর্বটি আপনার জন্য। আমাদের আজকের আর্টিকেল ট্রেনের ভাড়া তালিকা ও ট্রেনের অনলাইন টিকিট এই পর্বের মাধ্যমে আপনি খুব সহজে ট্রেনের অনলাইন টিকিট কাটার নিয়ম জানতে পারবেন।
আরো পড়ুন : ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচি
বাংলাদেশের (shohoz.com) ওয়েবসাইটের মাধ্যমে আপনি ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। আপনি যদি অনলাইনে মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে চান তবে আপনাকে অবশ্যই সহজ ডট কম (shohoz.com) এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইনফরমেশন গুলো দিয়ে খুব সহজেই অনলাইন টিকিট কাটতে পারবেন। প্রথমত এই ওয়েবসাইটগুলোতে আপনার একটি নিজস্ব একাউন্ট খুলতে হবে এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনার ইনফরমেশন গুলো দিলেই আপনি খুব সহজে টিকিট কাটতে পারবেন।
রাজশাহী টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা ২০২৫
অন্যান্য সকল যানবাহনের তুলনায় ট্রেনের ভাড়ায় অনেক কম। তবে বাংলাদেশ রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে জানা গেছে যে তার চার মে থেকে নতুনভাবে ১০০ মিটারের পর ভাড়ার পরিমাণ বৃদ্ধি পাবে। ১০১ থেকে ২৫০ কিলোমিটার এর দূরত্বের সব যাত্রীবাহী ট্রেনের ভাড়া ২০ পার্সেন্ট বাড়ানো হবে। ২৫১ থেকে ৪০০ কিলোমিটার এর মধ্যে অতিরিক্ত দূরত্বের যাত্রীবাহী ট্রেনের ভাড়া ২৫% বাড়ানো হবে। ৪০১ থেকে এর উর্ধ্বে অতিরিক্ত দূরত্বের সব যাত্রীবাহী ট্রেনের জন্য ৩০% ভাড়া বাড়ানো হবে। চলুন তোমাদের প্রতি সালের বর্তমান ভাড়া সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
- মধুমতি এক্সপ্রেস ভাড়া
- এসি - ভ্যাটসহ ১১১৬ টাকা
- ফ- সি - ভ্যাট সহ ৮৯৭ টাকা
- শোভন - ভ্যাট বাদে ৫৯৫ টাকা
- বনলতা এক্সপ্রেস ভাড়া
- এসি - ভ্যাট সহ ১০২৪ টাকা
- স্নিগ্ধা - ভ্যাটসহ ৮৫১ টাকা
- শোভন - ভ্যাট বাদে ৪৫০ টাকা
- সিল্কসিটি এক্সপ্রেস ভাড়া
- এসি - ভ্যাটসহ ৯২৬ টাকা
- স্নিগ্ধা - ব্যাট ৭৭১ টাকা
- শোভন - ভ্যাট বাদে ৪০৫ টাকা
- পদ্মা এক্সপ্রেস ভাড়া
- এসি - ভ্যাট সহ ৯২৬ টাকা
- স্নিগ্ধা - ভেট ৭৭১ টাকা
- শোভন - ভ্যাট বাদে ৪০৫ টাকা
- ধুমকেতু এক্সপ্রেস ভাড়া
- এসি - ভ্যাটসহ ১৩৮৬ টাকা
- স্নিগ্ধা - ভ্যাট সহ ৭৭১ টাকা
- শোভন - ভেট বাদে ৪০৫ টাকা
রাজশাহী টু ঢাকার ট্রেনের সাপ্তাহিক ছুটি
রাজশাহী টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে অনেক যাত্রী জানতে আগ্রহী। রাজশাহী থেকে ঢাকা বাংলাদেশের অন্যতম ব্যস্ত রেল রুট, যেখানে প্রতিদিন অসংখ্য ট্রেন চলাচল করে। এই রুটে ভ্রমণ করতে গেলে ছুটির দিনগুলোর তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তানা জানলে যাত্রার সময় অসুবিধার সম্মুখীন হতে পারেন।
সাধারণত প্রতিটি ট্রেন সপ্তাহে একদিন বন্ধ থাকে। এটি মূলত রেলগাড়ীর রক্ষণাবেক্ষণ এবং যাত্রী সেবার মান উন্নত রাখার জন্য করা হয়। নিচে রাজশাহী থেকে ঢাকা গামী ট্রেনের সাপ্তাহিক ছুটির দিনগুলোর বিস্তারিত তালিকা দেওয়া হলো -
| ট্রেনের নাম | ছুটির দিন |
|---|---|
| মধুমতি এক্সপ্রেস | শুক্রবার |
| বনলতা এক্সপ্রেস | বৃহ স্পতিবার |
| সিল্কসিটি এক্সপ্রেস | রবিবার |
| পদ্মা এক্সপ্রেস | বুধবার |
| ধুমকেতু এক্সপ্রেস | মঙ্গলবার |
রাজশাহী টু ঢাকা ট্রেন স্টপেজ স্টেশন লিস্ট
রাজশাহী টু ঢাকা ট্রেন স্টপেজ স্টেশন লিস্ট সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। রাজশাহী টু ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় দূরত্বময় রেলপথ হওয়ায় যে ট্রেনগুলো চলাচল করে এই ট্রেনগুলো অনেকগুলো স্টেশনে বিরতি দিয়ে থাকে। এই সব স্টেশনে যাচ্ছি উঠে আবার অনেক যাত্রী নামে। যারা রাজশাহী টু ঢাকা ট্রেনের চলাচল করেন তারা জানতে চান রাজশাহী টু ঢাকা ট্রেন স্টপেজ স্টেশন লিস্ট সম্পর্কে। নিচে রাজশাহী টু ঢাকা ট্রেন স্টপেজ এর তালিকা দেওয়া হল -
- রাজশাহী
- সারদা রোড
- আব্দুলপুর জংশন
- ঈশ্বরদী বাইপাস
- চাটমোহর
- বড়ার ব্রিজ
- উল্লাপাড়া
- শহীদ এম. মনসুর আলী
- বঙ্গবন্ধু সেতু পূর্ব
- টাঙ্গাইল
- জয়দেবপুর
- ঢাকা
রাজশাহী স্টেশন পরিচিতি
রাজশাহী শহর হল বাংলাদেশের মধ্যে অন্যতম ব্যস্ত শহর। প্রতিদিন রাজশাহী স্টেশন থেকে অসংখ্য মানুষ বাংলাদেশের বিভিন্ন স্থানে গমন করে থাকে। ট্রেনে যাতায়াত করা কম ঝুঁকিপূর্ণ, দ্রুতগামী, ট্র্যাফিক জ্যামের মুখোমুখি হতে হয় না, যাতায়াত খরচ কম। এসব সুবিধার কথা চিন্তা করে অসংখ্য মানুষ প্রতিদিন ট্রেনে যাতায়াত করে থাকে। রাজশাহী স্টেশন হলো বাংলাদেশের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন রেলওয়ে স্টেশন। এই স্টেশনে মোট ছয়টি প্লাটফর্ম এবং তিন তলা বিশিষ্ট প্রধান ভ্রমণ রয়েছে।
রেলওয়ে স্টেশনের দুই পাশে দুটি প্রবেশ পথ দিয়ে ট্রেন প্লাটফর্মে প্রবেশ করতে হয়। এছাড়াও একটি প্ল্যাটফর্ম রয়েছে জামুড়ি স্টেশন ভবনের সাথে সরাসরি সংযুক্ত নয়। অর্থাৎ শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুরগামী লোকাল ট্রেন সমূহ উক্ত প্ল্যাটফর্মে থামে। আপনাদের সুবিধার্থে রাজশাহীর সকল আন্তঃনগর ট্রেনের ২০২৫ সালের নতুন সময়সূচি এবং সাপ্তাহিক বন্ধের তালিকা সম্পর্কে বিস্তারিত দেওয়া হল। রাজশাহী রেলওয়ে স্টেশন এর প্রথম চালু হয় ১৯৩০ সালে। সে সময় রাজশাহী স্টেশনের নাম রাখা হয়েছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে।
২০০৩ সালের স্টেশনের টার্মিনাল ভবন, প্ল্যাটফর্ম এবং ইআরডি পুনর্গঠন এবং পুনঃনির্মাণ করা হয়। শুধুমাত্র সাথে বিরতি দিন ছাড়া রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কয়েকটি ট্রেন স্টেশন এর মাধ্যমে চলাচল করে। আপনি এই রাজশাহী স্টেশন থেকে ঢাকা, খুলনা, নীলফামারী, চিলাহাটি, গোয়ালন্দ ঘাট, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পার্বতীপুর, ঈশ্বরদী, রহনপুর সহ দেশের বিভিন্ন স্থানে যেতে পারবেন। এই স্টেশনের মাধ্যমে ১৩ টি আন্তঃনগর ট্রেন, তিনটি আন্তঃনগর কমিউটার ও সাটল ট্রেন, পাঁচটি মেইল ও লোকাল ট্রেন চলাচল করে।
সমসাময়িক প্রশ্ন উত্তর
প্রশ্ন : পদ্মা ট্রেনের কোড কি?
উত্তর : পদ্মা ট্রেনের কোড হলো ৭৫৯/৭৬০
প্রশ্ন : বনলতা ট্রেনের ভাড়া কত?
উত্তর : বনলতা ট্রেনের ভাড়া নিম্নরূপ :
- শোভন চেয়ার - ৪৫০ টাকা
- স্নিগ্ধা - ৮৫১ টাকা
- এসি চেয়ার - ১০৪০ টাকা
প্রশ্ন : ট্রেনের বর্তমান অবস্থান কিভাবে জানা যায়?
উত্তর : ট্রেনের অবস্থান এবং অন্যান্য সুবিধা জানতে ১৬৩১৮ নম্বরে এসএমএস করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে লিখুন Tr এরপর ট্রেনের নম্বর বা কোড এবং পাঠান ১৬৩১৮ নম্বরে।
প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেন কোনটি?
উত্তর : বাংলাদেশের দ্রুততম ট্রেন হল উল্কা এক্সপ্রেস।
প্রশ্ন : বনুদা ট্রেনের কোড কি?
উত্তর : বনলতা ট্রেনের কোড হলেও ৭৯১/৭৯২
প্রশ্ন : ট্রেনের হেল্পলাইন নাম্বার কত?
উত্তর : ট্রেন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হেল্প লাইন নাম্বার হল ১৩১
প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেন কোনটি?
উত্তর : সবচেয়ে বড় ট্রেন হল কক্সবাজার এক্সপ্রেস, যা মোট ২১ টি বগি নিয়ে গঠিত।
প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলপথ কোনটি?
উত্তর : সবচেয়ে দীর্ঘ রেল পথ হলো বুড়িমারী - ঢাকা, যার দৈর্ঘ্য প্রায় ৬০০ কিলোমিটার।
লেখক এর শেষ মন্তব্য : রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা নিয়মিত এই রুটে ট্রেনে ভ্রমণ করেন, তাদের জন্য আজকের তথ্যগুলো বিশেষভাবে উপকারী হবে। আমরা দেখিয়েছি কিভাবে সহজে অনলাইনে ট্রেনের টিকিট বুক করা যায়। সাথে রাজশাহী টু ঢাকা ট্রেনের স্টপেজ স্টেশন গুলোর তালিকা ও তুলে ধরা হয়েছে।
আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের জন্য তথ্যবহুল ও সহায়ক হয়েছে এবং উপকৃত হয়েছেন। এই আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হন তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তারাও যেন জানতে পারে রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ🥰

নাক্ষোমা এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url