কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় অনেকেই জানেন না। আজকে আমি আপনাদের মাঝে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো টাকা
ইনকাম করার উপায় তাও আবার ফ্রিতে। বর্তমান ডিজিটাল যুগে ঘরে বসে টাকা ইনকাম করার
দারুন সুযোগ সৃষ্টি হয়েছে। আর বেশিরভাগ কাজের ক্ষেত্রে আপনাকে কোন বিনিয়োগ করতে
হবে না। আপনি মোবাইল দিয়ে বিভিন্ন ফ্রি ইনকাম সাইট ও অ্যাপসে কাজ করে ভালো
পরিমাণে টাকা আয় করতে পারবেন।
কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় সহজ এবং কার্যকর উপায় গুলো
আপনাদের সাথে শেয়ার করব আজকের আর্টিকেলে। স্কুল বা কলেজের স্টুডেন্ট, গৃহিণী, বয়স্ক মানুষজন
প্রত্যেকেই এই কাজগুলো করে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি অনলাইনে কিভাবে ফ্রি
টাকা ইনকাম করা যায় ভাবেন তবে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পেজ সূচিপত্র : কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় ঘরে বসে
কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় ঘরে বসে। ২০২৫ সালের ঘরে বসে অনলাইনে আয় করার জন্য বিভিন্ন ফ্রি ইনকাম সাইট এবং ফ্রি টাকা
ইনকাম apps রয়েছে। এসব ওয়েবসাইট এবং অ্যাপস এ কাজ করে সহজেই দৈনিক ৪০০ থেকে ৫০০
টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু বর্তমানে গুগলের সার্চ করলে আপনি নানা ধরনের টাকা
ইনকামের ওয়েবসাইট পেয়ে যাবেন। এগুলোর মধ্যে real এবং fake উভয় ধরনের সাইট
রয়েছে। কিন্তু আমি আপনাদের পরামর্শ দিব, যখন কোন ওয়েবসাইট বা অ্যাপ থেকে টাকা
ইনকাম করার শুরুতে আপনাকে ইনভেস্ট করতে বলা হবে সেই ওয়েবসাইট বা অ্যাপে কাজ করা
থেকে বিরত থাকুন।
কেননা রিয়েল ইনকাম সাইট সমূহ কোন ধরনের বিনিয়োগ বা ডিপোজিট ছাড়াই টাকা ইনকাম
করার সুযোগ দিয়ে থাকে। এবার আমি যে কয়টি উপায় আপনাদের বলব টাকা ইনকাম করার
জন্য সে উপায় গুলোতো আপনাকে কোথাও ডিপোজিট বা ইনভেসমেন্ট করতে হবে না। শুধু
আপনার কিছু দক্ষতা থাকতে হবে। যেমন- লেখালেখি ইত্যাদি। এবং আপনাকে পরিশ্রম করতে
হবে আর আপনি যদি পরিশ্রম আর সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনি এখান থেকে অনেক
টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন আলোচনা করা যাক যে, কি কি উপায়ে ফ্রিতে
অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়।
Fiverr থেকে ফ্রি টাকা ইনকাম করুন
ফ্রিতে অনলাইনে ইনকাম করার জন্য ফাইভার হলো একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং
মার্কেটপ্লেস। এটি অনলাইনে টাকা ইনকাম করার জন্য সেরা ওয়েবসাইট গুলোর মধ্যে
অন্যতম একটি সাইট। এই ওয়েবসাইটে আপনি যেকোনো ধরনের কাজ পেতে পারবেন। যেগুলো করার
বিনিময়ে টাকা উপার্জন করতে পারবেন। Fiverr এর মাধ্যমে অনলাইনে আয় করার
প্রক্রিয়া খুবই সহজ। এখানে প্রত্যেকেই ঘরে বসে নিজের অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন
কাজ করে ইনকাম করতে পারেন।
এরকম অনেক সফল (successful) মানুষজন রয়েছেন, যারা Fiverr এ কাজ করার মাধ্যমে
প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করছেন। যদি আপনি Fiverr marketplace টি browse
করে দেখেন, তাহলে অনেকগুলো কাজের আইডিয়া পেয়ে যাবেন। এরপর আপনি এই ওয়েবসাইটের
মাধ্যমে ইনকাম শুরু করার প্রস্তুতি নিতে পারবেন। Fiverr থেকে আয় করার জন্য
আপনাকে কোন ধরনের ইনভেস্ট করতে হবে না। এটা ফ্রিতে অনলাইনে ইনকামের একটি অন্যতম
উপায় হিসেবে বিবেচিত।
আর্টিকেল রাইটিং সার্ভিস দিয়ে আয় করুন
বর্তমান সময়ে ব্লগার এবং ওয়েবসাইট মালিকরা পাঠকদের জন্য সব সময় নতুন এবং আকর্ষীয় কন্টেন্ট প্রকাশ করতে আগ্রহী হয়। এজন্য তারা প্রায় অভিজ্ঞ কনটেন্ট রাইটারদের দ্বারা মানসম্মত আর্টিকেল প্রকাশ করে থাকেন। আর্টিকেল রাইটার হওয়ার জন্য
আপনার ভালো লেখালেখির দক্ষতা থাকতে হবে এবং বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগের
আর্টিকেলগুলো প্রচুর পরিমাণে পড়তে হবে। আর্টিকেল লিখে আয় করার জন্য যে শুধু
ইংরেজি ভাষাতে আর্টিকেল লিখতে হবে এরকম কোন কথা নেই।
আপনি চাইলে বাংলা ভাষাতে আর্টিকেল লিখেও ঘরে বসে উপার্জন করতে পারবেন। এক্ষেত্রে
বাংলায় লেখালেখি করে ওয়েবসাইট গুলোতে আপনি আয় করতে পারবেন। আর ইংরেজিতে
আর্টিকেল লিখে আপনি বাংলার তুলনায় দ্বিগুন টাকা আয় করতে পারবেন। কেননা ইংরেজি
আর্টিকেল লেখায় দক্ষ হলে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটগুলোতে আর্টিকেল রাইটার
হিসেবে কাজ করে ঘরে বসে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন। আর্টিকেল লিখে ইনকাম করার
কয়েকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট -
Fiverr
Upwork
Freelancer
এখন প্রশ্ন আসতে পারে এখানে আর্টিকে লিখে কত টাকা ইনকাম করতে পারব। যাদের মনে
এরকম প্রশ্ন আসছে7 বা আসবে তাদেরকে আমি বলবো, আপনার আর্টিকেলের quality বা মানের
উপর ভিত্তি করে প্রতিটি আর্টিকেল লেখার বিনিময়ে আপনাকে তারা টাকা দেবে। যখন আপনি
কোন বায়ার বা ক্লায়েন্টের সাথে ডিল করবেন, তখন আপনাকে আর্টিকেলের কোয়ালিটি,
শব্দ, সংখ্যা, নিশ এবং আর্টিকেল লেখার জন্য কত টাকা দিবে ইত্যাদি বিষয় সম্পর্কে
জানিয়ে দেওয়া হবে। আর বন্ধুরা আপনারা এভাবেই আর্টিকেল লিখে টাকা ইনকাম করতে
পারবেন এবং আপনাকে কোন ইনভেস্টমেন্ট করতে হবে না।
ব্লগিং করে ফ্রি টাকা ইনকাম করুন
আরেকটি জনপ্রিয় অনলাইন থেকে টাকা ইনকাম করার উপায় হল ব্লগিং করে টাকা ইনকাম।
যদি আপনি লেখালেখি করতে অধিক পছন্দ করেন তাহলে ব্লগিং এর মাধ্যমে আপনার জ্ঞান,
চিন্তা-ভাবনা, আবেগ, অনুভূতি লোকদের সাথে শেয়ার করতে পারবেন। এতে আপনার শখ পূরণ
করার পাশাপাশি কোন বিনিয়োগ ছাড়াই সম্পন্ন ফ্রিতে অনলাইন টাকা ইনকাম করতে
পারবেন। ব্লগিং এর মাধ্যমে টাকা ইনকাম করার জন্য আপনাকে প্রথমে একটি online blog
তৈরি করে নিতে হবে। আপনি Blogger ব্যবহার করে সহজে একটি ফ্রি ব্লক তৈরি করে নিতে
পারবেন।
একটি ব্লগ বানানোর পর আপনার ব্লগে ভালো মানের আর্টিকেল পাবলিশ করতে হবে। আপনি যে বিষয়ে ভালো জানেন বা যে বিষয়ের উপর আপনার ভালো জ্ঞান বা অভিজ্ঞতা
রয়েছে সেসব বিষয় নিয়ে ব্লক লিখতে পারেন। আপনি যদি নিয়মিত মানসম্মত কন্টেন্ট প্রকাশ করেন তাহলে ধীরে ধীরে ব্লগে প্রতিদিন প্রায় ৩০০-৪০০ জন অর্গানিক ভিজিটর আসতে শুরু করবে। একবার ব্লগে নিয়মিত ট্রাফিক তৈরি হলে, তখন বিভিন্ন উপায়ে ব্লগ থেকে আয় করার সুযোগ তৈরি হবে।
সাধারণত একটি ব্লগ থেকে ইনকাম
শুরু হওয়ার জন্য ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় লেগে যায়। তবে এটা সম্পূর্ণ
নির্ভর করে আপনি কতটুকু সময় দিচ্ছেন এবং কি রকম পরিশ্রম করছেন। তবে ব্লগিং এর
মাধ্যমে আপনি খুব সহজে প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। মজার ব্যাপার হলো,
ব্লক থেকে একবার ইনকাম শুরু হয়ে গেলে এভাবে আপনার ইনকাম হতেই থাকবে এবং দিন দিন
ইনকামের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে।
অনলাইন সার্ভে করে ফ্রি টাকা ইনকাম করুন
অনেক মানুষ আছে যারা অনলাইন সার্ভে করে টাকা ইনকাম করতেছে আর আপনি চাইলেও অনলাইন
সার্ভে করে ইনকাম করতে পারবেন। অনলাইন থেকে ফ্রী টাকা ইনকাম করার জন্য সার্ভে
একটি সহজ অনলাইন কাজ। আর আপনি অনলাইন সার্ভে করে তাড়াতাড়ি টাকা ইনকাম করতে
পারবেন। বর্তমানে অনলাইনে অনেক ওয়েবসাইট খুঁজে পাওয়া যায় যেগুলাতে সার্ভে করে
টাকা ইনকাম করা যায়।
সার্ভে করে আয় করার জন্য প্রথমেই আপনাকে একটি online survey সাইটে রেজিস্ট্রেশন
করতে হবে। এসব সাইটে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, আগ্রহের বিষয়ে
ইত্যাদি প্রদান করতে হবে। এরপর আপনি বিভিন্ন কোম্পানির পেইড সার্ভেতে অংশগ্রহণ
করতে পারবেন। অনলাইন সার্ভেতে আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো
সাধারণত আপনার পছন্দ, মতামত, অভিজ্ঞতা ইত্যাদি সম্পর্কিত। প্রতিটি সার্ভে সম্পন্ন
করার মাধ্যমে আপনি ০.৫ ডলার থেকে ১০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। কিছু জনপ্রিয়
পেইড সার্ভে ওয়েবসাইট হলো -
Swagbucks
InboxDollars
Survey Junkie
Survey Monkey
আপনি চাইলে এগুলো ওয়েবসাইটে কাজ করতে পারেন। আর এখানে আপনাকে কোন ডিপোজিট করতে
হবে না আপনি ফ্রি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।
অনলাইনে অ্যাড দেখে ফ্রি টাকা ইনকাম করার ওয়েবসাইট
Coinpayu : এটি একটি জনপ্রিয় অনলাইন আয়ের মাধ্যম যেখানে ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন বিজ্ঞাপন দেখে ইনকাম করতে পারেন। প্লাটফর্মটিতে Surf ads, Window ads and Article ads এর মাধ্যমে সহজেই আয় করার সুযোগ রয়েছে। প্রতিটি
বিজ্ঞাপন করে ৬০ সেকেন্ডের মত হয়ে থাকে এবং প্রতিটি অ্যাড দেখার বিনিময়ে
আপনি কয়েন আয় করতে পারবেন। যারা ফ্রি সময় একটু একটু করে আয় করতে চান তাদের জন্য এটি
কার্যকর একটি মাধ্যম।
ySense : ySense হলো একটি নির্ভরযোগ্য GPT আর্নিং প্ল্যাটফর্ম, যেখানে আয়ের প্রধান উপায় হচ্ছে সার্ভে পূরণ করা এবং ছোট ছোট টাস্ক শেষ করা। অ্যাপটি ব্যবহার করতে চাইলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে সহজেই নতুন অ্যাকাউন্ট তৈরি করা যায়। এরপর আপনি
প্রতিদিন বিভিন্ন টাস্ক করে কয়েন বা ডলার আয় করতে পারবেন। ySense থেকে আপনি
আইকৃত টাকা PayPal, Payoneer কিংবা গিফট কার্ডের মাধ্যমে তুলতে পারবেন।
KashKick : এই অ্যাপে আপনারা গেম খেলে, ভিডিও এড দেখে ও ছোট ছোট কাজ করে ফ্রি
ডলার ইনকাম করতে পারবেন। অ্যাপটি গুগল প্লে স্টোরে ১ লাখের বেশি বার ডাউনলোড
হয়েছে এবং এর রেটিং ৪.৩ স্টার। আপনার একাউন্টে মাত্র ১০ ডলার হলেই আপনি
আপনার আয়কৃত টাকা পেপাল একাউন্টের সাহায্যে তুলে নিতে পারবেন। অ্যাপটির
ইন্টারফেস সহজ হওয়ায় নতুন ইউজাররাও সহজেই আয় শুরু করতে পারেন। দৈনিক কিছু
সময় দিয়েই এই অ্যাপ থেকে পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব। আপনি
একজন স্টুডেন্ট হিসেবে অনলাইনে ফ্রি টাকা ইনকাম করার জন্য এই অ্যাপটি ব্যবহার
করতে পারেন।
Givvy Social : Givvy Social এমন একটি অ্যাপ যেখানে সোশ্যাল মিডিয়ার সাথে
জড়িত কাজগুলো যেমন লাইক, কমেন্ট ও শেয়ার করে টাকা আয় করতে পারেন। এখানে
ভিডিও এড দেখেও আয় করা সম্ভব। এই অ্যাপে প্রতিদিন ড্যাশবোর্ডে বিভিন্ন টাস্ট
থাকে যেগুলো সম্পন্ন করে আপনি টাকা আয় করতে পারবেন। অ্যাপ্লিকেশনটিতে
একাউন্ট খোলার পর থেকেই ইনকাম শুরু করা যায় এবং এই অ্যাপে আয় করা টাকা আপনি
কুইনবেস, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে তুলতে পারবেন। আপনি যদি সোশ্যাল
মিডিয়া সাইটের সাথে জড়িত কাজগুলো করতে অধিক পছন্দ করে থাকেন, তাহলে ফ্রিতে
টাকা ইনকাম করার জন্য এই অ্যাপটি ব্যবহার করা আপনার জন্য লাভজনক।
Paidwork : Paidwork অ্যাপটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে গেম খেলে, সার্ভে
পূরণ করে, ভিডিও এড দেখে এবং টাইপিং করে আয় করা যায়। এটি নতুনদের জন্য বেশ
সুবিধাজনক। কারণ এখানে কাজের ধরন অনেক সহজ এবং আয় করার সুযোগ অনেক বেশি।
আপনি প্রতিদিন কিছুটা সময় দিলেই ৫ থেকে ১০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
অ্যাপটিতে অ্যাকাউন্ট তৈরি করলেই কাজ শুরু করা যায়।
ভিডিও দেখে ফ্রি টাকা ইনকাম করার ওয়েবসাইটের তালিকা
iRazoo : iRazoo হলো আয় করার জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। আপনি শুধু ভিডিও দেখেই না, বরং আপনি সার্ভে পূরণ করে, এমনকি গেম খেলার মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। পরবর্তীতে যখন একাউন্টে ৩০০০ পয়েন্ট জমা হয়ে যাবে তখন আপনি
payPal সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে সেগুলো রিডিম করতে পারবেন।
InboxDollars : মোবাইল দিয়ে ফ্রি টাকা ইনকাম করার জন্য InboxDollars একটি
পুরনো এবং জনপ্রিয় ইনকাম প্লাটফর্ম। এখানে আপনি ভিডিও দেখে, গেম খেলে এবং
অনলাইন শপিং এর মত কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। প্রতিদিন নির্দিষ্ট
সংখ্যক ভিডিও দেখে আপনি বাড়তি টাকা ইনকাম করতে পারবেন।
ClipClaps : ClipClaps হলো একটি সোশ্যাল মিডিয়া ধাঁচের অ্যাপ, যেখানে ব্যবহারকারীরা নিজেদের ভিডিও তৈরি করে শেয়ার করতে পারেন এবং একই সাথে অন্যদের কনটেন্ট উপভোগ করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে শুধু বিনোদন নয় বরং ভিডিও দেখার পাশাপাশি আয়ের সুযোগও পাওয়া যায়। ভিডিও তৈরি বা দেখার
জন্য আপনি "Clap Coins" নামে রিওয়ার্ড পাবেন, যেগুলো পরে রিডিম করে টাকায়
রূপান্তর করতে পারবেন।
VidCash : VidCash মোবাইল অ্যাপটি Google Play Store-এ ৪.৪ রেটিং পেয়েছে।
এখানে ভিডিও দেখে আপনি কয়েন আকারে রেওয়ার্ড অর্জন করতে পারবেন। এই কয়েন
গুলো পরে paytm ক্যাশ হিসেবে রিডিম করা যায়। অ্যাপটির ইন্টারফেস সহজ এবং
ইউজার-ফ্রেন্ডলি খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
Pocket Money : Pocket Money অ্যাপ ব্যবহার করে আপনি ভিডিও দেখে, অফার
কমপ্লিট করে এবং রেফার করে আয় করতে পারবেন। আয় করা টাকা আপনি paytm ক্যাশ,
টকটাইম কিংবা মোবাইল রিচার্জ হিসেবে তুলে নিতে পারবেন। অ্যাপ এ প্রতিনিয়ত
নতুন নতুন অফার যুক্ত হয়, যেগুলো কমপ্লিট করলে আপনার এক্সট্রা ইনকামের সুযোগ
থাকবে। ঘরে বসে সহজ কাজ করে ফ্রি টাকা ইনকাম করার জন্য আপনি পকেট মানি
অ্যাপটি বেছে নিতে পারেন।
ইনভেস্ট ছাড়াই ফ্রি টাকা ইনকাম অ্যাপস ২০২৫
এমন কিছু মোবাইল অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহার করে ফ্রিতে টাকা আয় করা সম্ভব।
নিচে এরকম কিছু android apps এর বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিব। এসব অ্যাপে
আপনারা প্রতিদিন বিভিন্ন ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন। যেমন : গেম খেলা,
সার্ভে সম্পন্ন করা, ভিডিও দেখা, ওয়েবসাইট ভিজিট করা ইত্যাদি। তাহলে চলুন নিচে
কিছু জনপ্রিয় ফ্রিতে টাকা ইনকাম করার অ্যাপস এর বিষয়ে জেনে নেওয়া যাক।
এই অ্যাপটি আপনারা google play store থেকে পেয়ে যাবেন। এখানে অ্যাকাউন্ট তৈরি
করলে আপনারা কিছু sign-up bonus পেতে পারবেন। Swagbucks online income app টিতে
যেসকল কাজ করা যাবে-
সার্ভে সম্পূর্ণ করা
ছোট ছোট টাস্ক সম্পূর্ণ করা
বিজ্ঞাপন দেখা
ভিডিও দেখা
গেম খেলা
বিভিন্ন অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করা
বন্ধুদের রেফার করা
টেলিগ্রাম অ্যাপের সাহায্যে ইনকাম :
বর্তমান বিশ্বব্যাপী মিলিয়ন মিলিয়ন মানুষ টেলিগ্রাম ব্যবহার করছে। টেলিগ্রাম
একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে। এর পাশাপাশি ফ্রী টাকা
ইনকাম অ্যাপস হিসেবে টেলিগ্রাম সকলের নিকট পরিচিত। টেলিগ্রাম থেকে টাকা ইনকাম
করার জন্য প্রথমে আপনাকে একটি টেলিগ্রাম চ্যানেল খুলতে হবে। আপনি খুব সহজেই
টেলিগ্রামে নিজের চ্যানেল তৈরি করতে পারবেন। চ্যানেল বানানোর পর আপনাকে চ্যানেলে
মেম্বার যোগ করতে হবে। টেলিগ্রাম চ্যানেলের ধরন ফেসবুক গ্রুপের মতোই ।
যখন আপনার টেলিগ্রাম চ্যানেলে হাজার হাজার মেম্বার যুক্ত হয়ে যাবে তখন আপনি
একাধিক উপায়ে টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন। আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং,
অ্যাফিলিয়েট মার্কেটিং এবং নিজস্ব প্রোডাক্ট করে টেলিগ্রাম চ্যানেল থেকে
ফ্রি টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে ছোট
ছোট বিভিন্ন ধরণের অনলাইন কাজগুলো করে ইনকাম করতে পারবেন। যেমন - youtube
সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, ফেসবুক ফলো ইত্যাদি।
টিকটক অ্যাপের মাধ্যমে ইনকাম :
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম হল টিকটক। আপনি চাইলে টিকটকে
নিজের বানানো শর্ট ভিডিও আপলোড করে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। টিকটক
প্লাটফর্মে নিয়মিত short vedio আপলোড করে আপনি tiktok মনিটাইজেশন এর জন্য আবেদন
করতে পারবেন। মনিটাইজেশন পাওয়ার পর আপনার টিকটক একাউন্ট থেকে টাকা ইনকাম করতে
পারবেন। এছাড়া আপনার tiktok অ্যাকাউন্টে প্রচুর ফলোয়ার থাকলে মনিটাইজেশন বাদেও
আরো একাধিক উপায়ে আয় করতে পারবেন। যেনে নিন টিকটক থেকে টাকা ইনকাম করার সেরা 10
টি উপায় -
টিক টক ক্রিয়েটর ফান্ড প্রোগ্রাম : প্রোফাইলে আসা ভিউজ, রিচ,এনগেজমেন্ট
ইত্যাদির জন্য সরাসরি অর্থ পাওয়া যায়।
লাইভ স্ট্রিমিং : লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে দর্শকদের কাছ থেকে ভার্চুয়াল উপহার গ্রহণ করা সম্ভব।
নিজের পণ্য বা পরিষেবা বিক্রি : ফলোয়ারদের নিকট নিজের প্রোডাক্ট বিক্রি করে
ইনকাম করা যায়।
ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে দর্শকদের ড্রাইভ করা : দর্শকদের ইউটিউব
ফেসবুকে নিয়ে গিয়ে মনিটাইজেশন, স্পন্সরশিপ ইত্যাদির মাধ্যমে আয় করতে
পারবেন।
ব্রান্ড স্পনসরশিপ : বিভিন্ন কোম্পানি বা ব্রান্ড এর কাছ থেকে স্পন্সরশিপ
পেতে পারবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং : বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ড এর প্রোডাক্ট এর
মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।
মিউজিক promotion : অনেক শিল্পী বা মিউজিক কোম্পানির song প্রচারের মাধ্যমে
ইনকাম করতে পারবেন।
ব্লক বা ওয়েবসাইটে ট্রাফিক আনা : টিকটক এর মাধ্যমে আপনার ব্লগ সাইটে ট্রাফিক
নিতে পারবেন এবং ওয়েবসাইটে আয় বাড়াতে পারবেন।
বিজ্ঞাপনে কন্টেন্ট তৈরি করা : বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন
টাইপের ভিডিও বানিয়ে আয় করতে পারবেন।
ডিজিটাল প্রোডাক্ট বিক্রি : নিজের ই-বুক বা ডিজিটাল প্রোডাক্ট আপনার দর্শকদের
নিকট বিক্রি করে আয় করতে পারবেন।
শাটারস্টক অ্যাপের সাহায্যে ইনকাম :
স্মার্টফোন বা ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর ছবি তোলা যদি আপনার শখ হয়ে থাকে,
তাহলে Shutterstock অ্যাপের মাধ্যমে আপনি ফ্রিতে টাকা রোজগার করতে পারবেন। আপনার
তোলা ছবিগুলো এই অ্যাপে বিক্রি করে টাকা আয় করতে হবে। অ্যাপটি আপনি গুগল প্লে
স্টোরে পেয়ে যাবেন। অ্যাপটি ডাউনলোড করার পর আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে।
এরপর আপনার তোলা সুন্দর ছবিগুলো সেই অ্যাকাউন্টে আপলোড করতে হবে।
ফুডপান্ডা রাইডার অ্যাপের মাধ্যমে ইনকাম :
এই অ্যাপটি ব্যবহার করে আপনারা FoodPanda কোম্পানির delivary man হিসেবে কাজ করতে
পারবেন। এই অ্যাপের সাহায্যে গ্রাহকের ঠিকানা বের করে ডেলিভারি ম্যান সেই
ঠিকানায় খাবার পৌঁছে দিয়ে থাকে। এই কাজের জন্য ফুডপান্ডা কোম্পানি অর্থ প্রদান
করে থাকে।
বিকাশ অ্যাপের মাধ্যমে ইনকাম :
বিকাশ অ্যাপের মাধ্যমে আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন। আপনার referral link
দিয়ে কেউ বিকাশ একাউন্ট খুললে আপনি নির্দিষ্ট পরিমাণে কমিশন পাবেন।
ফ্রিল্যান্সিং করে ফ্রিতে টাকা আয় করুন
কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং করে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার, কন্টেন্ট রাইটার, ওয়েব ডিজাইনার, ভিডিও এডিটর বা
অন্য কোনো কাজে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ফ্রিতে টাকা ইনকাম করার
একটি সেরা অপশন হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি নিজের দক্ষতা
এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে আপনি নিজেই নিজের বস।
আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমে একটি অনলাইন প্লাটফর্মে একাউন্ট খুলতে হবে। যেমন- Freelancer, Upwork, Fiverr বা PeoplePerHour আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এরপর নিজের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উপযুক্ত কাজ খুঁজে নিতে হবে। প্রতিটি প্লাটফর্মের পেমেন্ট সিস্টেম এবং শর্তাবলী আলাদা হওয়ায় সেগুলো ভালোভাবে পড়ে এবং বুঝে নেওয়া জরুরী। সবদিক বিবেচনা করে নিজের জন্য সবচেয়ে উপযুক্ত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নির্বাচন করলেই অনলাইনে আয়ের যাত্রা সহজ হয়ে যাবে।
Pro Tips: ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আপনার প্রোফাইলটিকে সুন্দরভাবে সাজাতে হবে।
কোন একটি কাজ সম্পন্ন করার পর ক্লায়েন্টকে আপনার প্রোফাইলে একটি সুন্দর রিভিউ
দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে হবে। এটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোতে একজন
reputed freelancer হয়ে ওঠতে আপনাকে অধিক সাহায্য করবে।
কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় সহজ উপায়
কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় ঘরে বসে সবচেয়ে সহজ উপায় হলো। বর্তমান সময়ে কোন ইনভেস্টমেন্ট না করে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ইন্টারনেট
থেকে টাকা আয় করার অনেক উপায় আপনি খুঁজে পাবেন। কিন্তু সবগুলো উপায় কার্যকর
নয়। অনলাইনে টাকা রোজগারের উপায় গুলোকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটি হলো
দীর্ঘস্থায়ী আর অন্যটি হলো স্বল্পস্থায়ী। আপনি যদি দীর্ঘস্থায়ী উপায়ে টাকা
আয় করতে চান, তাহলে আপনাকে ব্লগিং, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং,
অনলাইনে ছবি বিক্রি, ভিডিও কন্টেন্ট তৈরি করে ফেসবুক কিংবা ইউটিউবে ইত্যাদি
কাজগুলো করতে হবে।
এসব উপায়ে ইনকাম করার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। আপনার কাজের বিষয়ে পর্যাপ্ত দক্ষতাও অর্জন করতে হবে। একবার ইনকাম শুরু হয়ে গেলে যতদিন যাবে তত আপনার ইনকামের পরিমাণ বাড়তে থাকবে। অনেকেই প্রথমে পার্ট- টাইম এই কাজগুলো করে থাকেন এবং পরবর্তীতে ফুল টাইম
ক্যারিয়ার হিসেবে নিয়ে নেন। বিশ্বজুড়ে প্রচুর পরিমাণে লোকেরা এসব উপায়ে লাখ
লাখ টাকা পর্যন্ত ইনকাম করছেন।
আর এর বিপরীতে, আপনি যদি কোন দক্ষতা ছাড়াই
ছোটখাটো কাজ করে অনলাইন থেকে বাড়তি কিছু টাকা ইনকাম করতে চান, তাহলে মাইক্রো জব
ওয়েবসাইট বা অ্যাপসগুলোতে কাজ করতে পারেন। এই সাইট বা অ্যাপসগুলোতে নানা ধরনের
ছোট কাজ যেমন - ভিডিও দেখে, এড দেখে, অ্যাপ ডাউনলোড করে, কুইজ খেলে, গেম খেলে এবং
লটারি খেলেও টাকা ইনকাম করতে পারবেন। তবে এসব প্লাটফর্মে কাজ করলে আপনি খুব অল্প
পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। এ কারণে অনলাইন থেকে ফ্রিতে টাকা আয় করার
জন্য দীর্ঘস্থায়ী ইনকামের উপায় গুলো অধিক কার্যকর হিসেবে প্রমাণিত।
লেখক এর মন্তব্য : কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়
অনলাইনে কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় তার শত শত উপায় রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়
এবং কার্যকর উপায় গুলো আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনি
কোন ইনভেস্টমেন্ট ছাড়াই অনলাইন থেকে টাকা ইনকাম করার কথা ভাবছেন, তাহলে আজকের
আর্টিকেলটি আপনার অনেক কাজে আসবে। একটু সময় দিয়ে চিন্তা করে দেখুন, উপরে বলা
কোন কাজটি আপনি করতে পারবেন এবং কোন কাজটি করতে পারবেন না।
এক্ষেত্রে বেশিরভাগ লোকেরা যে ভুলটি করে থাকে সেটা হলো, তারা একসাথে একাধিক কাজ
করার কথা চিন্তা করে। এ কারণে তারা অনলাইন থেকে ইনকাম করতে ব্যর্থ হয়। তাই
শুধুমাত্র একটি কাজের উপর গুরুত্ব দিন। এতে খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন। আজকের
আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আর
কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
নাক্ষোমা এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url