কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা - সম্পর্কে জানুন
কম্পিউটার এখন আমাদের নিত্যদিনের সঙ্গী বলা যায়। তবে অনেকে এমনও আছে যারা কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস এর মধ্যে পার্থক্য বোঝেনা। কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস এর তালিকা আমরা এমন অনেক জরুরী তথ্য ফাইল ডাটা বা প্রোগ্রাম রাখি যেগুলো নষ্ট হওয়ার কথা না তবুও অনেক সময় এগুলো ভাইরাস লেগে নষ্ট হয়ে যায়।
কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা সম্পর্কে যদি আপনি আগে থেকে জেনে রাখেন তাহলে আপনার কম্পিউটারের প্রয়োজনীয় ফাইল প্রোগ্রাম করে নষ্ট হবে না। কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস এর মধ্যে পার্থক্য ও এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
পোষ্টের সূচিপত্র : কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস এর তালিকা - সম্পর্কে জানুন
- কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস এর তালিকা
- কম্পিউটার ভাইরাস কি
- ১০ টি কম্পিউটার ভাইরাসের নাম
- কম্পিউটার ভাইরাস কি কি ক্ষতি করে
- পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি
- অ্যান্টিভাইরাস কি
- ১০ টি অ্যান্টিভাইরাসের নাম
- এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের গোপনীয়তা
- অ্যান্টিভাইরাস ব্যবহারের সতর্কতা
- 10 টি অ্যান্টিভাইরাসের নাম সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন এবং উত্তর FAQ
- লেখকের শেষ মন্তব্য করেন
কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস এর তালিকা
কম্পিউটার ভাইরাস হলো এমন একটি ভাইরাস যেটি কম্পিউটারের ভিতর ঢুকে কম্পিউটারের ডাটা বা প্রোগ্রামগুলোকে নষ্ট করে দিয়ে থাকে। আর এন্টিভাইরাস হল কম্পিউটারের ভিতরে যে ভাইরাসটি ঢুকে কম্পিউটার প্রোগ্রামগুলোকে নষ্ট করে দেয় সেগুলো থেকে কম্পিউটারকে মুক্ত করার প্রতিষেধক। তো চলুন কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাসের তালিকা গুলো কি কি সেগুলো আমরা একটু দেখে নেই।
কম্পিউটার অ্যান্টিভাইরাস : Avira anti-virus, Comodo anti-virus, Avast anti-virus, AVG anti-virus, Cobra anti-virus, Jone alarm anti-virus, PC tools stand anti-virus, IBM anti-virus, Norton anti-virus ইত্যাদি। একটি কম্পিউটারে যখন ভাইরাস ঢুকে পূরণ ফাইল নষ্ট করে দেয় তখন এন্টিভাইরাস গুলো সেখানে প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। এই অ্যান্টিভাইরাস গুলো গোপনে কম্পিউটার ভাইরাসের ভিতরে গিয়ে সেখানে সংক্রমণ ঘটিয়ে কম্পিউটার ভাইরাস কে নষ্ট করে দেয়।
কম্পিউটার ভাইরাস কি
কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা কম্পিউটারের স্বাভাবিক ফাইল বা প্রোগ্রাম কে নষ্ট করে। কম্পিউটার ভাইরাস ব্যবহারকারীর অনুমতি ব্যতীত নিজেরা নিজেদের কপি তৈরি করতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে। একটি কম্পিউটারে বিভিন্নভাবে ভাইরাস প্রবেশ করতে পারে এটি নেটওয়ার্ক এর মাধ্যমে হতে পারে এছাড়াও দিদি ইউএসবি ড্রাইভ এবং ইন্টারনেটের মাধ্যমে ছড়াতে পারে।
আরো পড়ুন : কম্পিউটার ভাইরাস ও এন্টিভাইরাস এর তালিকা
মানব শরীর যেমন বিভিন্ন ক্ষতিকারক জীবাণু বা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, ঠিক তেমনি ডিজিটাল ডিভাইস বিভিন্ন ভাইরাস, ম্যালওয়্যার, র্যানসমওয়্যার দিয়ে সংক্রমিত হতে পারে। যেসব কম্পিউটার অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম আমাদের কম্পিউটারে অনুমতি ব্যতীত প্রবেশ করে বিভিন্ন ফাইল চুরি করে, একাউন্ট হ্যাক করে এবং কম্পিউটারের ক্ষতি সাধন করার জন্য নানা ধরনের কর্মকান্ড করে, সেগুলোই হচ্ছে কম্পিউটার ভাইরাস।
১০ টি কম্পিউটার ভাইরাসের নাম
কম্পিউটার ভাইরাস বলতে কম্পিউটার মেমোরিতে গিয়ে যে ভাইরাসটি ডাটা, ফাইল বা প্রোগ্রামগুলোকে নষ্ট করে দেয় তাকে বোঝায়। এমন দশটি কম্পিউটার ভাইরাসের নাম আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে।
- file virus : এই ভাইরাসটি ফাইল আকারের কম্পিউটারের ভিতরে গিয়ে executable ফাইলের সাথে সংযুক্ত হয়ে সংক্রমণ ঘটায়।
- macro virus : এটি অন্যান্য ফাইলের সাথে যুক্ত হয়ে ডাটা নষ্ট করে দেয়।
- trojan horse virus : এই ভাইরাসটি কম্পিউটারের ছদ্মবেশ ধরে ডাউনলোড হয়ে থেকে গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে দেয়।
- boot sector virus : এটি এমন একটি মেলওয়ার্ড যেটার ডিস্ক এর পার্টিশন টেবিল বা বুট সেক্টরকে সংক্রমিত করে।
- program virus : এভারেস্ট এ কম্পিউটার প্রোগ্রামের মধ্যে লুকিয়ে থেকে কম্পিউটার কে সংক্রমিত করে।
- partition sector virus : এটি এমন একটি ভাইরাস যেটি পার্টিশন টেবিল সেক্টরকে সংক্রমিত করে।
- command purpose virus : এই ভাইরাসটি কম্পিউটার নির্দিষ্ট কাজ করার জন্য আদেশ দিয়ে থাকে বা কম্পিউটার ভাইরাস চিহ্নিত করতে সাহায্য করে।
- overwriting virus : এই ওভার রাইটিং এতটাই মারাত্মক যে কম্পিউটারের ভিতরে ঢুকে ফাইলগুলো নষ্ট করে কম্পিউটারকে অ ব্যবহারযোগ্য করে তোলে।
- I love you virus : এই আই লাভ ইউ ভাইরাসটি অনেক বেশি ভয়ানক। এটি মুহুর্তের মধ্যেই আপনার কম্পিউটার টিকে নষ্ট করে দিতে পারে।
- tinba virus : এটি একটি ট্রোজান ভাইরাস যেটা কম্পিউটারের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নষ্ট করে দেয়।
কম্পিউটার ভাইরাস কি কি ক্ষতি করে
কম্পিউটার ভাইরাস হলো এমন একটি ভাইরাস যেটা কম্পিউটারের ভিতরে ঢুকে নষ্ট করে দেয়। কম্পিউটারে ভাইরাস ঢুকলে আপনারা কিছু বিষয়ে খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। কম্পিউটারের যে ফাইল গুলো আছে যেগুলোর নাম পরিবর্তিত হয়ে যাবে, ফাইলগুলোর সাইজ বড় হয়ে যাবে, কম্পিউটারটি একা একা কাজ করতে থাকবে, কম্পিউটারটি হ্যাং করবে, অনেক সময় কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে। কম্পিউটারে ভাইরাস ঢুকলে এছাড়াও আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাইল ডাটা প্রোগ্রামগুলোকে নষ্ট করে দিতে পারে।
আরো পড়ুন :
কম্পিউটার ভাইরাসটি মূলত কম্পিউটার মেমোরিতে গিয়ে সেখানে সংক্রমণ ঘটায়। কম্পিউটার ভাইরাস গুলা নিজে নিজে এতটাই সংক্রমিত হতে পারে যে মুহূর্তের মধ্যেই আপনার কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে ডিলিট করে সেটিকে তাদের আয়ত্তে নিয়ে আসতে পারে এবং কম্পিউটার থেকেও ব্যবহারযোগ্য করে তুলতে পারে। এখানে এমন কিছু ভাইরাস আছে যেগুলোকে ক্লিক করলে আপনার কম্পিউটারটি মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে।
সেখান থেকে পুনরুদ্ধার করার কোন উপায় থাকে না। কম্পিউটার ভাইরাস কিন্তু শুধু একটি কম্পিউটারে পুরো সিস্টেমকেই নষ্ট করে না বরং আপনার গুরুত্বপূর্ণ তথ্য বা ফাইলসমূহ গুলোকে কিন্তু নষ্ট করে দেয় যেগুলো আপনার দরকারি কাজের জন্য আপনারা কম্পিউটারের সংরক্ষিত করে রেখেছিলেন। কম্পিউটার ভাইরাস কিন্তু এছাড়া আরো অনেক ধরনের ক্ষতি করতে পারে তো আমরা এ ভাইরাসগুলো থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখার চেষ্টা করব।
পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি
পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসের নাম হচ্ছে ক্রিপার সিস্টেম। যেটি ১৯৭১ সালে প্রথম প্রকাশে আছে। এই ভাইরাসটি এতটাই ক্ষমতাশালী ছিল যে একটি কম্পিউটারকে মুহুর্তের মধ্যে অকেজ করে রাখতে পারে। কম্পিউটারটি যতক্ষণ পর্যন্ত না তার কর্ম ক্ষমতা হারায় ততক্ষণ পর্যন্ত এটি পুরো সিস্টেমে ফেলতে থাকে। এমন কিছু কিছু কম্পিউটার ভাইরাস রয়েছে যেগুলো কম্পিউটারের ভিতর ঢুকে কম্পিউটারের পুরো সিস্টেমকে হ্যাক করে সিস্টেমটি নষ্ট করে দেয়।
এছাড়া আরো বেশ কয়েকটি কম্পিউটার ভাইরাস রয়েছে যেমন ফাইল ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, প্রোগ্রাম ভাইরাস, পার্টিশন সেক্টর ভাইরাস, ট্রোজান হর্স ভাইরাস, ওভার রাইটিং ভাইরাস, কমান্ড পারপোস ভাইরাস ইত্যাদি। এ সকল ভাইরাসগুলো কম্পিউটার সিস্টেমের প্রোফাইল কে নষ্ট করে দেয়।
অ্যান্টিভাইরাস কি
অ্যান্টিভাইরাস হচ্ছে একটি সফটওয়্যার বা প্রোগ্রাম যা আমাদের ডিভাইস কে ভাইরাস থেকে রক্ষা করে থাকে। এছাড়াও এটি আমাদের কম্পিউটার কে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিস্তারিত বলতে গেলে অ্যান্টিভাইরাস হলো সেই সফটওয়্যার যা ভাইরাস বা ম্যালওয়ারের সাথে সম্পৃক্ত সফটওয়্যার কে আমাদের কম্পিউটারে ঢুকতে দেয় না। অ্যান্টিভাইরাসের ফলে আমাদের কম্পিউটারটি ভাইরাস মুক্ত থাকে।
আমরা অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য যেমন ডাক্তারের শরণাপন্ন হয় এবং ডাক্তার বিভিন্ন চেকআপ করে এরপর ঔষুধ দেয়, এরপর আমরা সেসব খেয়ে সুস্থ হই। ঠিক তেমনি কম্পিউটারের ভাইরাস আক্রমণ করলে এন্টিভাইরাস দিয়ে চেকআপ করে ভাইরাস ডিলিট করে কম্পিউটার সেভ রাখা যায়, এটাকেই মূলত এন্টিভাইরাস বলে। সহজ কথায় বলতে গেলে যেটি ব্যবহারের মাধ্যমে কম্পিউটারের সিস্টেমকে ভাইরাসমুক্ত রাখা যায় তাকে এন্টিভাইরাস বলে।
১০ টি অ্যান্টিভাইরাসের নাম
আমি নিচে দশটি অ্যান্টিভাইরাসের নাম তুলে ধরছি। যেমন,
- Comodo
- Microsoft Windows Defender
- Avira
- AVG
- check point zone + firewall
- 360 Total Security
- Avast
- Kaspersky
- Panda Free
- Bitdefender
এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের গোপনীয়তা
উপরের অংশ থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যান্টিভাইরাস আমাদের কম্পিউটারের ভাইরাস কে প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এন্টিভাইরাস ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে, এন্টিভাইরাস আপনার যাবতীয় তথ্য ডেটা কোম্পানিকে হস্তান্তর করছে কিনা। কিছু কিছু ক্ষেত্রে এমন ভেজাল যুক্ত অ্যান্টিভাইরাস রয়েছে যেগুলো আপনার তথ্য ও চুরি করে সেটার ডেটা সেন্টারে পাচার করে দিতে পারে।
তাই আপনি যখন আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন বিশ্বস্ত এবং ভালো মানের এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করার। যাতে করে আপনার তথ্য চুরি অথবা পাচার না হয়।
এন্টিভাইরাস ব্যবহারের সতর্কতা
আপনি যদি ভাইরাস দমন করার জন্য আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিতে চান তাহলে অবশ্যই ভালো মানের এবং বিশিষ্ট অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করবেন। এমন অনেক এন্টিভাইরাস রয়েছে যেগুলো ব্যবহার করার ফলে আপনার কম্পিউটারে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার ওপেন হতে বেশি সময় লাগে এবং মাঝে মাঝে কম্পিউটার হ্যাং করতে পারে।
এক্ষেত্রে আপনাকে একটি ভাল মানের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্রয় করতে হবে। শুধুমাত্র বিচার বিবেচনা না করে টাকা দিয়ে খারাপ এন্টিভাইরাস সফটওয়্যার ক্রয় করা যাবে না। অনেক ক্ষেত্রেই দেখবেন একটি খারাপ এন্টিভাইরাস ব্যবহার করার জন্য কোন কিছু কপি করতে গেলে বিভিন্ন সমস্যা হচ্ছে এবং ওয়েবসাইট তাড়াতাড়ি লোড হচ্ছে না।
আরো পড়ুন :
আমরা অনেক সময় কিছু ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করি যেগুলো আমাদের কম্পিউটারের কোন উপকারে আসে না বরং বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। তাই সবসময় আপনি একটি ভালো মানের এন্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করবেন। যদি পারেন আমি উপরে অ্যান্টিভাইরাসগুলোর নাম উল্লেখ করেছি সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন।
10 টি অ্যান্টিভাইরাসের নাম সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন এবং উত্তর FAQ
- ভাইরাস প্রতিরোধ
- স্ক্যান
- সনাক্ত
- মুছে ফেলা
- এভিজি
- অ্যাভাস্ট
- রিভ এন্টিভাইরাস
লেখক এর শেষ মন্তব্য
উপরে কম্পিউটার সম্পর্কিত আমরা অনেক তথ্য জানলাম কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস এর তালিকা কম্পিউটারে ঢুকে কি কি ক্ষতি করতে পারে, এন্টিভাইরাস দিয়ে আমরা কম্পিউটার গুলোকে কিভাবে পুনরুদ্ধার করতে পারব, সব বিষয়ে আমরা জানলাম। তবে এমন কিছু কম্পিউটার ভাইরাস রয়েছে যেগুলো কম্পিউটারে ঢুকলে আপনার পুরো সিস্টেমটাই নষ্ট করে দিয়ে কম্পিউটারটি অগ্রহণযোগ্য করে তোলে। তাই আমরা এ বিষয়গুলো খেয়াল রেখেই কম্পিউটারটি ব্যবহার করব।
এই আর্টিকেলটি পড়ার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যাতে করে আপনার বন্ধুরাও তাদের কাঙ্খিত তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে। সর্বশেষ এরকম নৃত্য প্রয়োজনের সকল তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।
নাক্ষোমা এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url