*/

ঝাপসা ছবি স্পষ্ট করার উপায় - জানুন সহজ কিছু টিপস


ঝাপসা ছবি স্পষ্ট করার উপায় জানুন সহজভাবে। মোবাইল অ্যাপ, Remini এবং বিভিন্ন AI টুল ব্যবহার করে কিভাবে ঘোলা বা পুরোনো ছবি পরিষ্কার করবেন, সেই সঙ্গে ছবি ঝাপসা হওয়ার কারণ ও এড়িয়ে চলার টিপস জানুন আজকের এই আর্টিকেলে বিস্তারিতভাবে। 
ঝাপসা-ছবি-স্পষ্ট-করার-উপায়


আমাদের প্রিয় ছবিগুলো শুধু ছবি নই, সেগুলো আমাদের জীবনের স্মৃতির ভান্ডার। কিন্তু যখন সেই ছবিগুলো ঝাপসা হয়ে যায়, তখন তা সত্যিই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। তাই যদি তুমি সহজ উপায়ে ঝাপসা ছবি স্পষ্ট করতে চাও, তবে পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে ফেলো।   

পেজ সূচিপত্র : ঝাপসা ছবি স্পষ্ট করার উপায় 

ঝাপসা ছবি স্পষ্ট করার উপায় 

ঝাপসা ছবি স্পষ্ট করার উপায়। ঝাপসা ছবি আমাদের জীবনের মূল্যবান স্মৃতিগুলোর উপর একটি আবছা পর্দার নেই। কেননা এটি আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে অস্পষ্ট করে। আর এই অস্পষ্ট অর্থাৎ ঝাপসা ছবি স্পষ্ট করার উপায় সম্পর্কে আমাদের জানা উচিত। আমাদের ছবি ঝাপসা হওয়ার পেছনে বিভিন্ন রকমের কারণ রয়েছে। এটি মূলত ক্যামেরার কম্পন, ক্যামেরার ফোকাস কিংবা ছবি নিম্নমানের উপরে নির্ভর করে। আপনি যখন কোন ঝাপসা ছবি স্পষ্ট করবেন তখন আপনাকে যে বিষয়ে প্রকাশিত হবে সেটি হচ্ছে একটু সঠিক পদ্ধতি এবং ধৈর্য। 

আর এই ধৈর্যের সাথে মোবাইল ফোনে এবং সফটওয়্যার ব্যবহার করে কিভাবে আমাদের ছবি ঝাপসাতে কি স্পষ্ট করা সম্ভব চলুন এবার জেনে নেই। আপনি যদি নিজের নিয়ম বুঝে সঠিক এডিটিং টুল ব্যবহার করতে পারেন তবে খুব সহজে আপনার ছবি স্পষ্ট করতে সক্ষম হবেন। তো চলুন এবার খুব সহজে আমরা জেনে ফেলি ঝাপসা ছবি স্পষ্ট করার উপায় গুলো -
  • ফোকাস ঠিক রাখা : ছবির ফোকাস ঠিক রাখার জন্য ফটোশপ অথবা লাইট রুম ব্যবহার করে ছবির ফোকাস বাড়ান। এতে করে আপনার ছবির স্পষ্টতা বৃদ্ধি পাবে। 
  • অনলাইন ফ্রি টুল ব্যবহার : ঝাপসা ছবি স্পষ্ট করার জন্য বিভিন্ন রকমের ফ্রী টুল ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যদি pixle, fotor বা canva এর মত ফ্রি AI টুল ব্যবহার করেন তবে খুব দ্রুত সমাধান পাবেন। 
  • রং ও কনট্রাস্ট ঠিক করা : আপনার ঝাপসা ছবি স্পষ্ট করার জন্য ছবির উজ্জ্বলতা এবং কনট্রাস্ট বাড়িয়ে দিন। এতে করে ছবিটা স্পষ্ট এবং অনেক বেশি আকর্ষণীয় হবে। 
  • রেজোলিউশন উন্নতি করা : ছবির রেজোলিউশন উন্নত করতে আপনি বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহার করতে পারেন। বিশেষ করে ছবির Remini ও Enhance রেজোলিউশন বাড়াতে বেশি কার্যকরী হবে বলে মনে করি। 
  • মোশন ব্লার দূর করা : আপনার ফটোর মোশন ব্লার দূর করার জন্য ফটোশপ ব্যবহার করতে পারেন। এর জন্য ফটোশপে প্রবেশ করে এর "Smart Sharpen" টুল ব্যবহার করুন। 
  • ফিল্টার যোগ করা : ছবির স্পষ্টতা দূর করার জন্য ছবি কিছুটা স্পষ্ট করে বিভিন্ন রকমের ন্যাচারাল ফিল্টার যোগ করতে পারেন। এতে করে আপনার ছবি হবে অনেক আকর্ষণীয়। 
  • মেনুলয়া এডিটিং : আপনি যখন আপনার ছবি স্পষ্ট করবেন তখন সেই ছবিটি ক্রপ এবং রিসাইজ করে নিন। এতে করে ছবির ঝাপসা ভাব কমে যাবে। 

ছবি ঝাপসা হওয়ার কারণ কি 

আমরা যখন ছবি উঠায় তখন বিভিন্ন কারনে ছবি ঝাপসা হতে পারে। তবে ছবি ঝাপসা হওয়ার একটি প্রধান কারণ হলো ক্যামেরার ফোকাস এর অভাব। আপনি যখন একটি ছবি তুলবেন তখন ক্যামেরা লেন্স একটি নির্দিষ্ট পয়েন্টে ফোকাস করে। আর সেই ফোকাসটি আপনি যদি সঠিকভাবে সেট না করেন তবে আপনার ছবি ঝাপসা হয়ে যেতে পারে। এছাড়াও আমাদের ছবি ঝাপসা হওয়ার আরেকটি বড় কারণ হলো, 

আপনি যখন কোন পিক উঠাবেন তখন আশেপাশে কোন বস্তুতে যদি ক্যামেরার ফোকাস পড়ে তবে আসল ছবি ঝাপসা হয়ে যায়। ছবি ঝাপসা হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে ক্যামেরার নড়াচড়া হওয়া। অর্থাৎ ছবি তোলার সময় কোন রকম ভাবে যদি ক্যামেরা নড়াচড়া হয়ে যায় তবে আপনার ছবির ফোকাস নষ্ট হয়ে ছবি ঝাপসা হয়ে যায়। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, ছবি মূলত এসব করে নাই ঝাপসা হয়ে যায়। 

Remini Aps ব্যবহার করে ঝাপসা ছবি স্পষ্ট করুন 

Google Play Store থেকে remini apps ডাউনলোড করে install করে ওপেন করলে সেখানে ছবি আপলোড অপশন পাবেন। সেখান থেকে আপনি যে ঘোলা ছবিটি ক্লিয়ার করতে চান সেই ছবিটি দিলে অটোমেটিকলি আপনার ঘোলা ছবিটি ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে বিভিন্ন মানুষ এটিকে গ্রাফিক্স ডিজাইনের কাজে ব্যবহার করে। তাহলে এতক্ষণে বুঝে গেছেন এই অ্যাপটি খুবই জনপ্রিয় এবং পাওয়ারফুল একটি অ্যাপস। 
আরো পড়ুন : 
যদি এই অ্যাপসটির ব্যবহার খুব ভালোভাবে জেনে যান তাহলে আপনি এটা দিয়ে অনেক ধরনের কাজ করতে পারবেন। শুধু তাই নয় আপনি এই অ্যাপটি দিয়ে গ্রাফিক্স ডিজাইনও শিখতে পারবেন। বিভিন্ন ধরনের লোগো ডিজাইন থেকে শুরু করে সকল ধরনের ডিজাইন আপনি খুব সহজেই করতে পারবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই অ্যাপসটি আমাদের এবং আপনাদের জন্য কতটা উপকারী।

মোবাইল অ্যাপ ব্যবহার করে ছবি স্পষ্ট করার নিয়ম 

ছবি আমাদের জীবনের দামি মুহূর্তগুলোকে বিশেষভাবে আঁকড়ে ধরে। তবে এসে সব ছবি যদি ঝাপসা হয় তাহলে আমাদের সেই বিশেষ মুহূর্ত এর সৌন্দর্যগুলোকে নষ্ট করে দিতে পারে। তার জন্য মোবাইল অ্যাপ ব্যবহার করে ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় সেটা আমাদের জানতে হবে। আর এই বর্তমান সময়ে আপনি খুব সহজেই মোবাইল অ্যাপ ব্যবহার করে একটি ঝাপসা ছবি স্পষ্ট করতে পারবেন খুব সহজেই। তাহলে চলুন এবার জেনে নেই মোবাইলে ব্যবহার করে ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়। 
  • Remini : রিমিনি এক ধরনের এআই  চালিত অ্যাপ। যা আপনার ঝাপসা ছবিকে খুব সহজেই পুনরুজ্জীবিত করে দিতে সক্ষম। কেননা এটি স্বয়ংক্রিয়ভাবে ছবি স্পষ্ট করতে ফেস রিকগনিশন টেকনোলজি ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে আপনি এই রিমিনি অ্যাপে কিভাবে কাজ করবেন চলেন জেনে নেই -
  1. প্রথমে রিমিনি অ্যাপ মোবাইলে ডাউনলোড এবং ইন্সটল করে নিন। 
  2. এরপরে অ্যাপের ভিতরে প্রবেশ করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। 
  3. পেপের ভিতরের "Enhance" অপশনটি সিলেক্ট করে সেখানে আপনার ঝাপসা ছবিটি আপলোড করুন। 
  4. প্রসেসিং শেষ হলে ছবিটি ডাউনলোড করে নিন। 
  • Snapseed : স্ন্যাপসিড এক ধরনের ফ্রি এবং পেশাদার মানের এডিটিং অ্যাপ। যা ছবির ফোকাস উন্নত করার পাশাপাশি ছবির ব্রাইটনেস ও কনস্ট্রাকশন উন্নত করে থাকে। তবে এটি একদম ফ্রি মানের এক হওয়ায় সকলে এটি খুব সহজে ব্যবহার করতে পারবে। পাশাপাশি এতে খুব সহজে কাজ করা সম্ভব। এই অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে কাজ করবেন তা জেনে নিন -
  1. প্রথমে স্ন্যাপসিড ডাউনলোড এবং ইন্সটল করে নিন এবং ছবিটি আপলোড করুন। 
  2. এরপরে "details" টুলে যান এবং সেই টুল থেকে "Structure" এবং "Sharpening" অপশনগুলো বাড়িয়ে দিন। 
  3. ছবির ঝাপসা দূর করার জন্য "Tune image" অপশনে গিয়ে কন্সট্রাস্ট এবং ব্রাইটনেস ঠিক করুন
  4. এরপর ছবিটি সেভ করে নিন। 
  • Adobe lightroom mobile : বিশেষ করে যারা পেশাদার ফটোগ্রাফার তাদের জন্য এডোবি লাইট রুম মোবাইল অ্যাপটি একটি আদর্শ টুল। কেননা এটি ছবি স্পষ্ট করতে অধিক কার্যকরী। কেননা এটি শার্পনেস ও স্বচ্ছতা অপশন ব্যবহার করে ছবি স্পষ্ট করে থাকে। তাহলে চলুন জেনে নেই এডোবি লাইটরুম মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে ছবি স্পষ্ট করা যায়  -
  1. এই অ্যাপটি ওপেন করুন এবং সেখানে ছবি আপলোড করুন 
  2. "Details" সেকশনে যান এবং সেখান থেকে শার্পনেস বাড়িয়ে দিন। 
  3. ছবির স্বচ্ছতা বাড়াতে "Effect " ট্যাব থেকে "charity" অপশন ব্যবহার করুন। Aতঃপর ছবি সম্পাদন হয়ে গেলে সেটি সেভ করে নেন। 

ঘোলা ছবি ক্লিয়ার করার সফটওয়্যার 

ঘোলা ছবি ক্লিয়ার করার সফটওয়্যার সম্পর্কে আমরা অনেকেই জানি না। এজন্য অনেক সময় আমাদের পছন্দের ছবি ও ডিলিট করে ফেলতে হয়। ঘোলা ছবি ক্লিয়ার করার জন্য ইন্টারনেটে অনেক সফটওয়্যার রয়েছে এর মধ্যে বেশ কিছু জনপ্রিয় এবং কার্যকরী সফটওয়্যার সম্পর্কে আপনাদের জানাবো। আপনারা আপনাদের পছন্দ মত সফটওয়্যার ব্যবহার করে ঘোলা ছবি ক্লিয়ার করতে পারবেন। 
  • Adobe Photoshop Express : এটি একটি জনপ্রিয় সফটওয়্যার যার মাধ্যমে আপনি খুব সহজেই ফটো এডিটিং করতে পারবেন এবং ছবির কোয়ালিটি হবে খুবই ক্লিয়ার এবং প্রফেশনাল। 
  • Pixlr : এই ফটো ইডিটর একদম ফ্রি এবং খুবই জনপ্রিয়। যার মাধ্যমে আপনি ঘোলা ছবি ক্লিয়ার করতে পারবেন। 
  • Fotor : ঘোলা ছবি ক্লিয়ার করার জন্য এটি একটি খুবই জনপ্রিয় ফটো এডিটিং টুল। 
  • Lunapic : এই জনপ্রিয় টুলস টিতে রয়েছে ঘোলা ছবি ক্লিয়ার করার অপশন এর পাশাপাশি ছবি এডিটিং করার বিভিন্ন রকমের অপশন। 
  • Enhance.pho.to : এই সফটওয়্যার এর সাহায্যে আপনি খুব সহজে ঘোলা ছবি ক্লিয়ার করতে পারবেন। তার পাশাপাশি এই সফটওয়্যারটি ছবির গুনগত মান উন্নত করে। 
  • PicWish : এই সফটওয়্যার এর সাহায্যে আপনি খুব সহজেই এবং বিনামূল্যে ঘোলা ছবি ক্লিয়ার করতে পারবেন। তার সাথে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড এই সফটওয়্যার এর মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। 
  • Vance AI : এই সফটওয়্যার এর সাহায্যে আপনি খোলা ছবি খুব সহজে ক্লিয়ার করতে পারবেন। তার সাথে এই সফটওয়্যার রয়েছে ছবি এডিটিং করার বেশ কিছু এ আই টুলস। যার মাধ্যমে আপনি ছবি এডিটিং এবং ছবির রেজুলেশন কয়েক গুণ বাড়াতে পারবেন। 
  • Catout Pro : ঘোলা ছবি ক্লিয়ার করার জন্য এটি একটি জনপ্রিয় টুল। যেখানে আপনি ঘোলা ছবি ক্লিয়ার করার পাশাপাশি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ছবি ক্লিয়ার করতে এটি খুবই জন কার্যকরী। 

ছবি স্পষ্ট করার সময় যে সব বিষয়ে এড়িয়ে চলা উচিত 

ছবি ঝাপসা থেকে স্পষ্ট করার কাজটি এক ধরনের সৃজনশীল এবং সংবেদনশীল প্রক্রিয়া। যার জন্য আপনার ছবি ঝাপসা থেকে স্পষ্ট করার সময় অবশ্যই আপনাকে সঠিক সঠিক কৌশল এবং পদ্ধতি অবলম্বন করতে হবে। ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় এবং কোন নিয়ম গুলো মেনে স্পষ্ট করলে ছবির গুণগত মান ঠিক থাকে সেই বিষয় সম্পর্কে আমরা এখন জানব। যেগুলো আপনার কাজকে আরো সহজ এবং সফল করবে। 
  • অতিরিক্ত শার্পনেস প্রয়োগ করা থেকে বিরত থাকুন। কেননা এটি আপনার ছবিতে অস্বাভাবিক দাগ বা বিকৃতির সৃষ্টি করতে পারে। 
  • যেসব ছবিতে কম রেজুলেশন রয়েছে সেগুলো অতিরিক্ত জুম করে স্পষ্ট করা থেকে বিরত থাকুন। কেননা এটি আপনার স্পষ্ট করার প্রক্রিয়াকে কঠিন করে তুলতে পারে। 
  • অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ফিল্টার করা ব্যবহার করা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় ফিল্টার ব্যবহার ছবির প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। 
  • ফটোশপ বা এ আই টুলে ভুল সেটিং ব্যবহার করে ছবি স্পষ্ট করার চেষ্টা করলে ছবির মান খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। 
  • ছবির ডিটেলস স্পষ্ট করার সময় রংয়ের ভারসাম্য বজায় রাখুন। এডিট করার সময় অপ্রয়োজনীয় অংশে বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। 
  • ছবি স্পষ্ট করার জন্য তার আসল ফাইলটির ব্যাকআপ নিয়ে রাখুন। কেমন আছো স্পষ্ট করার সময় তা ভুল হয়ে গেলে সেটা সংশোধন করা অনেকটা কঠিন হয়ে যায়। 

FAQ/সাধারণ প্রশ্ন উত্তর

প্রশ্ন : ঘোলা ছবি পরিষ্কার করার জন্য কোন ওয়েবসাইটটি সবচেয়ে ভালো?
উত্তর : ঘোলা ছবি পরিষ্কার করার জন্য সবচেয়ে ভালো ওয়েবসাইট হলো Remini AI. এই ওয়েবসাইটের মাধ্যমে ঘোলা ছবি ক্লিয়ারের পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি এডিটিং করা সম্ভব। 

প্রশ্ন : রিমিনি  এআই ব্যাবহার করার জন্য কি করতে হবে? 
উত্তর : এই ওয়েবসাইটে ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে ছবি আপলোড করতে হবে। তারপর এই ওয়েবসাইটটি স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা ছবি পরিষ্কার করে ফেলবে। তারপর ক্লিয়ার ছবিটি আপনি ডাউনলোড করে নেবেন। 

প্রশ্ন : ঝাপসা ছবি দূর করার সেরা সফটওয়্যার কোনটি? 
উত্তর : যাত্রা ছবি দূর করার সবথেকে ভালো সফটওয়্যার হল এডোবি ফটোশপ। যার মাধ্যমে আপনি খুবই উন্নত মানের এবং প্রফেশনাল ছবি এডিট করতে পারেন। 

প্রশ্ন : কিভাবে ফ্রিতে ছবি পরিষ্কার করা যায়? 
উত্তর : আপনি মোবাইল বা ডেস্কটপ এর মাধ্যমে বিনামূল্যে এডোবি এক্সপ্রেস অ্যাপ চালু করার মাধ্যমে ফ্রিতে ছবি পরিষ্কার করতে পারবেন। 

লেখক এর শেষ মন্তব্য : ঝাপসা ছবি ক্লিয়ার করার উপায় 

ঝাপসা ছবি ক্লিয়ার করার উপায় সম্পর্কে আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনি যদি এই আর্টিকেলটি পুরোটাই পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি এতক্ষণে বুঝে গেছেন কিভাবে অস্পষ্ট ছবি স্পষ্ট করা যায়। 

আমার এই পোস্ট পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এমন আরো আর্টিকেল পেতে নিয়মিত আমার ওয়েবসাইটে ভিজিট করবেন ধন্যবাদ। আল্লাহ হাফেজ🥰 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নাক্ষোমা এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url