আমার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা


 স্বপ্ন দেখতে আমি ভালোবাসি। স্বপ্নই আমাকে বাঁচিয়ে রাখে, এগিয়ে যেতে সাহস দেয়। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই—আমার ভবিষ্যৎ পরিকল্পনা আর সেই স্বপ্নের পথে হাঁটার গল্প।

💗আমার ছোট্ট স্বপ্ন

আমার স্বপ্ন বড় কোনো কিছু নয়, কিন্তু তা আমার কাছে অনেক বড়। আমি চাই, নিজেকে এমনভাবে গড়ে তুলতে, যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। কারো কাছে হাত না পেতে নিজের মেধা আর পরিশ্রম দিয়েই কিছু করে দেখাতে চাই।

আমি যা করতে চাই

𑂽বর্তমানে আমি লেখালেখি, ব্লগিং, ওয়েবসাইট তৈরির মতো জিনিস শিখছি। আমার ইচ্ছা—

𛲠নিজের একটি পারসোনাল ব্র্যান্ড তৈরি করা

   𑂽ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট ক্রিয়েশন এবং ফ্রিল্যান্সিং শেখা

  𑂽Kamil শেষ করে শিক্ষা ও ইসলামের আলো একসাথে ছড়ানো

🤲 দোয়া চাই

আমি জানি, পথটা সহজ না। কিন্তু আমি বিশ্বাস করি—আল্লাহ আছেন, মা-বাবার দোয়া আছে, নিজের ইচ্ছা আছে—এগুলো থাকলে কিছুই অসম্ভব না। শুধু চেষ্টা থামিয়ে না দিয়ে এগিয়ে যেতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নাক্ষোমা এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url